IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার এই দুই দল মুখোমুখি হবে ওভালে। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে ২-১ ফলাফলে জিতে এই ম্যাচে নামতে চলেছে ভারত। তাই এই ম্যাচে নামার আগে অবশ্যই আত্মবিশ্বাসে ভরপুর থাকবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে নামার আগে বড় খবর হল, মঙ্গলবারের এই ওয়ানডে ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান। এদিকে বিরাট কোহলির পরপর ফ্লপ করার পরও এই ম্যাচে দলে থাকবেন বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে, লড়াই ছাড়া এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ইংল্যান্ডের টিম। টি-২০ সিরিজ হেরে গেলেও, ওয়ানডে ফর্ম্যাটে ইংলিশ দল যথেষ্ট শক্তিশালী। টিমে আছেন জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জো রুটের মতো তারকা ক্রিকেটাররা। উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে শেষ ৩টি ওয়ানডে ম্যাচেই হারতে হয়েছে টিম ইন্ডিয়া। তাই মঙ্গলবারের ম্যাচটা জিতে নিতে নিজের সেরাটা দিয়ে লড়াই করতে প্রস্তুত রোহিত শর্মার দল।
IND vs ENG, 1st ODI Match, Pitch Report (পিচ রিপোর্ট)
ওভালের উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। এই উইকেটে যা চরিত্র তাতে রান তাড়া করেই জেতা বেশি সহজ কাজ। ফলে এই পিচে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের চাইবে ফিল্ডিং করতে।
IND vs ENG, 1st ODI Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)
মঙ্গলবার, ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪০ শতাংশ। ১৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। খেলা চলাকালীন শিশির পড়ারও কোন সম্ভাবনা নেই। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG XI)
ভারত প্রথম একাদশ (IND XI)
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল
ইংল্যান্ড প্রথম একাদশ (ENG XI)
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলী, স্যাম কুরান, ক্রেইগ ওভারটন, ডেভিড উইলি, ম্যাট পারকিনসন, রিস টপলি
টস রিপোর্ট – (India vs England Toss Report)
টস জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারত।