IND vs BAN: ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশের ম্যাচে নো বল নিয়ে তোলপাড় হয়ে গেল। খেলার মাঝপথে বিরাট কোহলির সঙ্গে বাদানুবাদের ফলে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তেন। ভারতীয় ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে এই ঘটনা ঘটে। হাসান মাহমুদের বলটি ছিল বাউন্সার যা বিরাট কোহলি ব্যাট হাতে মারলেও ইশারা করে নো-বল দাবি করেন। বিরাট কোহলি সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই আম্পায়ার নো-বল দেন। এতে আম্পায়ারের দিকে ছুটে যান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এই ঘটনা দেখে চলে আসেন বিরাট কোহলি। কোহলিকে আসতে দেখে রেগে যান সাকিব। আবার হাসতেও দেখা যায় তাকে। কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। তার এবং বিরাট কোহলির মধ্যে কথা হয় এবং তার পরেই মাঠে নামেন সাকিব। এই সময় সাকিবকে বিরাট কোহলিকে কিছু ইশারায় কিছু বলতে দেখা গেলেও বিষয়টি এগোয়নি। শান্ত হয়ে যান বিরাট কোহলিও। কোহলি মাঝপথে আসার পর বিষয়টি মিটে গেছে বলেও আলোচনা করতে দেখা গেছে ধারাভাষ্যকারদের। উল্লেখ্য, এই সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে সাকিব আল হাসানের একাধিকবার সংঘর্ষ হয়েছে।

দেখে নিন ভিডিও:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *