IND vs BAN: “একেই বলে কামব্যাক…” টেস্ট প্রত্যাবর্তনে আগুন ঝরালেন উনাদকাট ! জয়দেবের জয়জয়কার সোশ্যাল মিডিয়ায় !! 1

IND vs BAN: সব ভালো যার শেষ ভালো। এটাই আপাতত ভারতীয় দলের মূল মন্ত্র। বাংলাদেশ সফরের শুরুটা একদম ভালো হয় নি ‘টিম ইন্ডিয়া’র। ঢাকায় পরপর দুটি একদিনের ম্যাচে হেরে সিরিজ খুইয়েছিলেন বিরাট কোহলিরা। সিরিজ শুরুর আগেই চোট-আঘাতের কবলে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজার মত তারকারা। দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পেয়ে বাকি সফরের বাইরে চলে যান অধিনায়ক রোহিত শর্মাও। সব মিলিয়ে বেশ বিপর্যস্ত দশা ছিলো ‘টিম ইন্ডিয়া’র। সেখান থেকে রীতিমত লড়াই করেই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। চট্টগ্রামে তৃতীয় একদিনের ম্যাচে ভারত বাংলাদেশকে হারায় ২২৭ রানে। জয়যাত্রা অক্ষুণ্ণ রেখে প্রথম টেস্টেও তুলে নেয় ১৮৮ রানের বিশাল জয়। ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে সফরের শেষটাও জয় দিয়েই করতে চায় ‘মেন ইন ব্লু।’ আহত রোহিতের জায়গা নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল (KL Rahul)। মহম্মদ শামির পরিবর্ত হিসেবে ১২ বছর পর টেস্ট দলে ফেরা জয়দেব উনাদকাটকেও (Jaydev Unadkat) দ্বিতীয় টেস্টে সুযোগ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রত্যাবর্তনেই বোলিং জাদুতে সমাজমাধ্যমকে মুগ্ধ করলেন সৌরাষ্ট্রের বাঁ-হাতি পেসার।

প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন উনাদকাট, শুভেচ্ছা নেটিজেনদের-

Jaydev Unadkat | image: twitter
Jaydev Unadkad impressed with his bowling against Bangladesh

১৬ ডিসেম্বর ২০১০ থেকে ২২ ডিসেম্বর ২০২২। ক্যালেন্ডারের হিসেবে ১২ বছর ৬ দিন। ঠিক এতটাই সময় কেটেছে জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) প্রথম এবং দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট ম্যাচের মাঝে। দক্ষিণ আফ্রিকার ডারবানে ২০১০ সালে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। একটিও উইকেট সেদিন পান নি উনাদকাট। তাঁকে ছেঁটে ফেলতে দেরী করে নি ভারতীয় দল। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। রঞ্জি জিতেছেন, জিতেছেন বিজয় হাজারে ট্রফি, তবুও খোলে নি জাতীয় দলের দরজা। অবশেষে বাংলাদেশ সফরে মহম্মদ শামি ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে এক যুগ বাদে সাদা জার্সিতে খেলার ছাড়পত্র পান তিনি। দ্বিতীয় টেস্টে সুযোগ মিলেছে মাঠে নামার। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে জাত চেনাতে বেশী সময় নিলেন না জয়দেব। গত টেস্টে সেঞ্চুরি করেছিলেন জাকির হাসান (Zakir Hasan)। তাঁকে অতিরিক্ত বাউন্স দিয়ে কাবু করলেন তিনি। সামলাতে না পেরে চতুর্থ স্লিপে ভারত অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) হাতে ক্যাচ দেন তিনি। তারপর ফেরালেন বাংলাদেশ ব্যাটিং-এর স্তম্ভ মুশফিকুর রহিমকে (Mushfiqur Rahim)। জয়দেবের বলের স্যুইং বুঝতে না পেরে ব্যাট বাড়িয়ে দেন মুশফিকুর। বল ব্যাটকে ছুঁয়ে আশ্রয় খুঁজে নেয় ঋষভ পন্থের (Rishabh Pant) গ্লাভসে। জোড়া উইকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটে তাঁর লাইন লেন্থ মেপে বোলিং-ও নজর কেড়েছে নেটিজেনদের। ‘এভাবেই ফিরে আসতে হয়’ জয়দেবকে (Jaydev Unadkat) শুভেচ্ছায় ভরিয়ে জানাচ্ছেন তাঁরা। দেখে নিন ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *