ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম ওয়ানডে (IND vs BAN) ম্যাচটি রবিবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে৷ বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে সামনের বছর বিশ্বকাপ থাকার কারণে এই সিরিজের গুরুত্ব ব্যাপক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে মোটেও আশানরূপ পারফরমেন্স করে দেখাতে পারেনি ভারতীয় দল। বৃষ্টি-বিঘ্নিত সেই তিন ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে হেরে যায় শিখর ধাওয়ানের দল। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজের জন্য ভারতীয় দলের সিনিয়ার তারকারা ফিরে এসেছে। তাই বাংলাদেশ আন্ডারডগ হিসাবে শুরু করলেও, ঘরের মাঠে পদ্মাপারের দলকে মোটেও হাল্কাভাবে নেওয়া যাবে না।
এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আসলে পিচের আদ্রতাটাকে ব্যবহার করতেই এই সিদ্ধান্তটা নেন লিটন। আর অধিনায়কের এই সিদ্ধান্তের মর্যাদা দেন দলের বোলারা। শুরুতেই ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। তবে এখানেই শেষ নয়। দলের অধিনায়ক রোহিত শর্মাও ফেরেন কম রানে। ২৭ রান করে শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সব মিলিয়ে এ দিন প্রথমে ব্যাট করে ১৮৬ রান ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাক্তিগত ১৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন আনামুল হক। এরপর ব্যাট হাতে লড়াই চালান শাকিব আল হাসানকে আউট করেন ওয়াশিংটন সুন্দর। তার ক্যাচটি নেন বিরাট কোহলি।
দেখে নিন আউটের ভিডিও:
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) December 4, 2022