IND vs BAN: ফর্মেও নেই, অনুশীলনেও নেই ! বাংলাদেশ পৌঁছে প্র্যাকটিস করলেন না শিখর, ঋষভ পন্থ ! নেটে ঘাম ঝরালেন শার্দূল ঠাকুর !! 1

IND vs BAN: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর ভারতের সামনে এবার বাংলাদেশ। পূর্ব্র পড়শি’র বিরুদ্ধে তিন একদিনের ম্যাচ এবং দুই টেস্টের সিরিজ খেলবে ‘টিম ইন্ডিয়া।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলের মত সিনিয়র ক্রিকেটার’রা। সুযোগ পাবেন তরুণ’রা। এমনটাই মনে করা হয়েছিলো। তবুও দল নির্বাচন নিয়ে বিতর্কের কমতি হয় নি সেই সিরিজে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত রানের মধ্যে না থেকেও দিনের পর দিন উইকেটের পিছনে দস্তানা হাতে তাঁকেই দেখা যাচ্ছে। আর কতদিন বয়ে বেড়াতে হবে পন্থ’কে? এই প্রশ্ন তুলেছেন অনেকে। এরই মধ্যে নিজের হয়ে সাফাই গেয়ে আরও বেশী করে ক্রিকেটপ্রেমীদের রোষানলে পরেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার। ফর্ম বিশেষ ভালো ছিলো না নিউজিল্যান্ড সফরের নেতা শিখর ধাওয়ানের’ও (Shikhar Dhawan)। দুজনেই রয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে। রানে ফেরার জন্য অনুশীলনে নিজেদের ডুবিয়ে না রেখে দুজনেই ছুটি নিয়েছিলেন শুক্রবারের ঐচ্ছিক অনুশীলন থেকে। নিউজিল্যান্ড থেকে একইসাথে ফিরলেও নেটে ঘাম ঝরাতে দেখা গেলো শার্দূল ঠাকুর’কে (Shardul Thakur)।

নিউজিল্যান্ডে হতশ্রী পারফর্ম করেছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | image: twitter
Rishabh Pant’s lean patch continued against New Zealand.

টি-২০ বিশ্বকাপের প্রথম কয়েকটি পন্থ (Rishabh Pant) সুযোগ না পাওয়ায় অনেকেই চাইছিলেন তাঁকে খেলানো হোক। গ্রুপ লীগের শেষ ম্যাচ এবং সেমিফাইনালে তাঁকে সুযোগ দেয় ভারতীয় দল। একেবারেই হতাশ করেন তিনি। এরপর নিউজিল্যান্ডের টি-২০ সিরিজ। যাতে পাওয়ার-প্লে’র সুযোগ নিয়ে বর ইনিংস খেলতে পারেন দিল্লীর উইকেটরক্ষক, সেই কথা ভেবে ওপেনিং-এ তাঁকে জায়গা দেওয়া হয়। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হন ঋষভ পন্থ (Rishabh Pant)। দুই টি-২০ তে করেন ৬ এবং ১১ রান। একদিনের সিরিজেও পন্থ’কে যথেষ্ঠ সুযোগ দিয়েছে ভারত। ফর্মে থাকা সঞ্জু স্যামসন’কে বাইরে রেখে চার নম্বরে ব্যাট করানো হয়েছে ঋষভ’কে দিয়ে। টি-২০ তে বিশ্বের এক নম্বর সূর্যকুমার যাদব’কে একদিনের ম্যাচে নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিতে হয়েছে পন্থের জন্য। তবুও দলের আস্থার দাম দিতে পারেন নি ঋষভ (Rishabh Pant)। প্রতি ম্যাচেই কম রানে আউট হয়েছেন তিনি। প্রথম ম্যাচে অকল্যান্ডে করেন ২৩ বলে ১৫। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-এর সুযোগ আসে নি। তৃতীয় ম্যাচে আবার ১৬ বলে ১০ করেই পুল মারতে গিয়ে আউট হয়ে যান। ব্যাটে রানের খরা চলতে থাকায় চাপে রয়েছেন তিনি, তা বলাই যায়। বাংলাদেশ সিরিজ তাঁর কাছে নিন্দুকদের চুপ করার শেষ সুযোগ হতে পারে।

ধারাবাহিকতা দেখাতে পারছেন না ধাওয়ান-

Shikhar Dhawan | image: twitter
Shikhar Dhawan’s form went through ups and downs against New Zealand.

রোহিত শর্মা না থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলের নেতা ছিলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। তরুণ দল’কে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি। এগিয়ে নিয়ে যাবেন জয়ের দিকে। এমনটাই মনে করা হয়েছিলো। কিন্তু বাস্তবে ফর্মের গ্রাফ বেশ উপর-নীচ হয়েছে শিখরের’ও(Shikhar Dhawan)। প্রথম ম্যাচে ৭৭ বলে ৭২ রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন। ভারত সেই ম্যাচ হেরে যায়। হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেখানে মাত্র ৩ করেছে তিনি। নিয়েছিলেন ১০ বল। তৃতীয় ম্যাচে জয় আবশ্যক ছিলো ভারতের কাছে। তা সত্ত্বেও দায়িত্ব নিয়ে খেলতে পারেন নি তিনি। অ্যাডাম মিলনের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বলের লাইন মিস করায় বোলড হয়ে যান তিনি। করেন ৪৫ বলে ২৮ রান। সামনের বছর দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ সফর ধাওয়ানের(Shikhar Dhawan) কাছেও শেষ সুযোগ হতে পারে বিশ্বকাপ দলে সুযোগের জন্য নিজের দাবীপত্র পেশ করার। ভারতের ওপেনারদের ফর্ম এমনিতেই টি-২০ বিশ্বকাপে ভুগিয়েছে দল’কে। তাই একই সমস্যায় একদিনের বিশ্বকাপেও পড়তে চাইবে না ‘টিম ইন্ডিয়া।’

শেষ সুযোগ শার্দূলের, অনুশীলনে ডুবিয়ে রাখছেন নিজেকে-

Sahrdul Thakur | image: twitter
Sahrdul Thakur has the unwanted record of having the worst economy among Indian bowlers(min. 10 games)

ব্যাটে-বলে কার্যকরী ক্রিকেটারদের মধ্যেই ধরা হয় শার্দূল ঠাকুর’কে (Shardul Thakur)। কিন্তু নিজের ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে দেখাতে পারেন নি তিনি এখনো। জাতীয় দলের জার্সি গায়ে এখনও অব্দি ২৮ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৪০ টি উইকেট। তবে তাঁর বোলিং গড় ৩৪.১। যা একদম’ই ‘ফ্রন্টলাইন’ বোলারসুলভ নয়। এছাড়াও ভারতের হয়ে অন্তত ১০ টি একদিনের ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেট সর্বোচ্চ। প্রায় ৬.৩৪। এই লজ্জার রেকর্ড নিজের নামে রাখতে অবশ্যই চাইবেন না তিনি। ব্যাট হাতে একটি অর্ধশতক থাকলেও এমন কিছু আহামরি পারফর্ম তিনি করতে পারেন নি এখনও। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মত দুর্দান্ত অলরাউন্ডার এমনিতে রয়েছে ভারতের ক্রিকেটে। তাঁদের মাঝে আলাদা করে চিনিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সিরিজ সম্ভবত শেষ সুযোগ হতে চলেছে শার্দূলের (Shardul Thakur) কাছে। বিষয়টি জানেন তিনি নিজেও। নিউজিল্যান্ডে একটি ম্যাচ খেলেই বাদ পড়তে হয়েছে তাঁকে। তাই বাংলাদেশে নিজের খেলাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনুশীলনে ডুবে রয়েছেন তিনি। প্র্যাক্টিস ঐচ্ছিক হলেও কিউইদের দেশ থেকে ফিরেই নেটে ঘা ঘামালেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *