IND vs BAN: মাঠেই মেজাজ হারালেন কোহলি ! বাদানুবাদ মেটাতে আসরে নামতে হলো শাকিব আল হাসানকে !! 1

IND vs BAN:  ভারতের বাংলাদেশ সফর এখন একদম অন্তিম পর্বে। একদিনের সিরিজে ২-১ ফলে পরাজিত হয়েছে ‘টিম ইন্ডিয়া।’ সেই গ্লানি খানিক মুছেছে চট্টগ্রাম টেস্টে ভারতের পাল্টা প্রত্যাঘাতে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘মেন ইন ব্লু’ আয়োজক দেশকে গুঁড়িয়ে দিয়েছে ১৮৮ রানে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ‘টিম ইন্ডিয়া’ বর্তমানে রয়েছে ঢাকায়। মীরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। এই মীরপুরেই জোড়া একদিনের ম্যাচ হেরে ভারতকে অন্ধকারে ডুবতে হয়েছিলো। টেস্টেও মীরপুরের মায়াজাল কাটিয়ে উঠতে যথেষ্ঠ লড়াই করতে হচ্ছে ভারতকে। বাংলাদেশকে কম রানে গুটিয়ে দিতে পারলেও চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমত চাপে রয়েছে ‘মেন ইন ব্লু।’ একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি খবরের শিরোনামে জায়গা পেলো বিরাট কোহলির মেজাজ হারানো। মাথা গরম করে বাদানুবাদে জড়ালেন ভারতের ব্যাটিং নক্ষত্র।

মীরপুরে মেজাজ গরম কোহলির-

Virat Kohli | image: twitter
Virat Kohli got involved in a heated argument with the Bangladesh team at Mirpur

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একাধিক বার মেজাজ গরম করতে দেখা গেলো বিরাট কোহলিকে। বাংলাদেশের ব্যাটিং-এর সময় ওপেনার নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) দীর্ঘসময় জুতোর ফিতে বাঁধতে । শান্তের কর্মকাণ্ডে শান্তিভঙ্গ হয় বিরাটের (Virat Kohli)। চেঁচিয়ে বলেন, “এবার জামাকাপড়ও খুলে ফেল।” সেই ঘটনাকে নিছক স্লেজিং বলে উড়িয়ে দেন ধারাভাষ্যকারেরা। ভারতের ব্যাটিং-এর সময় আরও একবার কোহলিকে মাথা গরম করতে দেখা গেলো। চতুর্থ ইনিংসে ঢাকার ঘূর্ণি পিচে এমনিতেই চাপে ছিলো ভারতীয় দল। শুরুতেই আউট হন রাহুল (KL Rahul), শুভমান গিল (Shubman Gill) এবং চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ভারতের ডুবতে থাকা নৌকাকে উদ্ধারের দায় বর্তে ছিলো কোহলির (Virat Kohli) কাঁধে। তিনি পারলেন না এদিন। ২২ বলে মাত্র ১ রান করেই আউট হন ভারতের ব্যাটিং সুপারস্টার। মেহদী হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ ধরে তাঁকে ফেরান মোমিনুল হক (Mominul Haque)। উইকেটের সেলিব্রেশনের মাঝেই কোহলিকে উদ্দেশ্য করে কিছু বলেন কোনো একজন বাংলাদেশ ক্রিকেটার। বিষয়টি ভালোচোখে নেন নি বিরাট। পালটা দেন তিনিও। টাইগার্স অধিনায়ক শাকিব মধ্যস্থতা করতে এলে তাঁর সঙ্গেও একপ্রস্থ উত্তপ্ত বাক্য বিনিময় চলে বিরাটের (Virat Kohli)। এগিয়ে আসেন আম্পায়াররাও। সাজঘরে ফিরতে বাধ্য হন প্রাক্তন ভারত অধিনায়ক।

দেখে নিন সম্পূর্ণ ঘটনাটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *