IND vs AUS: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। এই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে। এর জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে। সব মিলিয়ে ভারতের ইনিংস শেষ হয়েছে ৫৭১ রানে। রবিবার ছিল ম্যাচের চতুর্থ দিন। প্রথম ইনিংসের শেষে ভারত ৯১ রানে এগিয়ে থাকে।
ভারতের নবম উইকেট পড়ে ৫৭১ রানে। ৩৬৪ বলে ১৮৬ রান করে আউট হন বিরাট কোহলি। নিজের ইনিংসে ১৫টি চার মেরেছেন তিনি। টড মারফির বলে মার্নাস লাবুসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শ্রেয়াস আইয়ার এ দিন আর ব্যাট করতে পারেননি বলে ভারতের নবম উইকেটের পতনের পরই ইনিংস শেষ হয়ে যায়। এ দিন, অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলির মধ্যে ১৫০ রানের জুটি গড়েছেন। দুই ব্যাটসম্যানই মারকাটারি ব্যাটিং করে রান করেছেন। সব মিলিয়ে প্রথম ইনিংসের পর বালো জায়গায় রয়েছে ভারত।
দেখুন উইকেটের ভিডিও:
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) March 12, 2023