IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মোহালিতে। বিশ্বকাপ প্রস্তুতির দিক থেকে এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ভারত জিতলে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে। অন্যদিকে, এই সিরিজটা বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে দুটি দল। এ দিন মোহালিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। লক্ষ্য ছিল দলের বোলিং অনুশীলনটা সেরে নেওয়া।
এ দিন, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের শুরুটা মোটেও ভালো ছিল না। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিচেল মার্শ। তবে এরপর লড়াকু রানের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে ১৮৫ রানে প্যাভিলিয়নে ফেরে অস্ট্রেলিয়া দলের অর্ধেক খেলোয়াড়। ৫২ বলে ৩১ রান করে আউট হয়েছেন ক্যামেরন গ্রিন। জস ইংলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন তিনি। তাকে দুর্দান্তভাবে রানআউট করেন সূর্যকুমার যাদব।
দেখুন আউটের ভিডিও:
A Surya show in the field. 🔥
– A diving run-out….!!!!pic.twitter.com/qR2kETuLRJ
— Johns. (@CricCrazyJohns) September 22, 2023