IND vs AUS: "এতদিনেও শিক্ষা হলো না..." জোড়া ব্যর্থতার পরেও তৃতীয় ম্যাচে খেলছেন সূর্য, ভারতীয় দলকে কটাক্ষে ভরালো সোশ্যাল মিডিয়া !! 1

IND vs AUS: টেস্টে অস্ট্রেলিয়াকে টানা চতুর্থবার হারানোর পর একদিনের সিরিজে তাদের মুখোমুখি হয়েছে ভারত। প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতে এগিয়েও গিয়েছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু বিশাখাপত্তনমের ম্যাচ সব হিসেবনিকেশ উল্টেপাল্টে দিয়েছে। অজি বোলারদের স্যুইং-এর সামনে অসহায় আত্মসমর্পণ করে নাস্তানাবুদ হতে দেখা গিয়েছে তারকাখচিত ভারতীয় ব্যাটিংকে। প্রথমে ব্যাট করে ২৬ ওভারে মাত্র ১১৭ রান তুলে গুটিয়ে গিয়েছিলো ভারতীয় ইনিংস। পাঁচ উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনটি নিয়েছিলেন শন অ্যাবট এবং দুটি গিয়েছিলো নাথান এলিসের ঝুলিতে। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে জয়সূচক রান তুলে নেয় ক্যাঙারুবাহিনী। ঝড় তোলেন দুই ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)।

ব্যাটারদের হতশ্রী পারফর্ম্যান্স, সাথে দেশের মাঠে এমন অপ্রত্যাশিত, লজ্জার হার ভারতীয় সমর্থকদের মধ্যে রীতিমত আতঙ্কের সঞ্চার করেছে। এই বছরের শেষের দিকে দেশের মাটিতেই বসবে বিশ্বকাপের আসর। ভারতকে প্রতিযোগিতার অন্যতম ফেভারিট বলা হচ্ছে। কিন্তু স্যুইং বোলিং-এর বিরুদ্ধে যেভাবে কাঁপতের দেখা গেলো শুভমান গিল (Shubman Gill), সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) তা চিন্তা বাড়িয়েছে ক্রিকেটমহলের।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দুই ম্যাচের শেষে এখন সিরিজের ফলাফল ১-১। আজ চেন্নাইতে তৃতীয় ম্যাচে যে জিতবে ট্রফি তার। জমজমাট ক্লাইম্যাক্সের আশায় প্রহর গুনছে ক্রিকেটদুনিয়া। টানা দ্বিতীয় টস জিতলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। মাঠের পূর্ব পরিসংখ্যান মাথায় রেখেই সম্ভবত আজ প্রথমে ব্যাটিং বেছেছেন তিনি। ভারতীয় একাদশে কোনো বদল দেখা যায় নি আজ। দিনের পর দিন খারাপ খেলেও চার নম্বর পজিশনে সূর্যকুমার যাদবকে রেখে দেওয়ায় সমাজমাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েছেন কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আঁধার নামাবেন সূর্য’ই, ক্ষোভে ফুটছে সমাজমাধ্যম-

Suryakyumar Yadav | IND vs AUS | image: twitter
Indian team have decided to give Suryakumar Yadav another chance in the third ODI despite his back to back failures

গত ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে স্রেফ উড়ে গিয়েছিলো ভারতীয় দল। ১০ উইকেটে দেশের মাঠে হারতে হয়েছিলো তাদের। এই নিয়ে দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার কাছে দেশের মাঠে ১০ উইকেটে হারলো ‘টিম ইন্ডিয়া।’ লজ্জার রেকর্ডের ভার এখনও নামে নি দলের মাথা থেকে। অন্তত সোশ্যাল মিডিয়ায় সমর্থকেরা তো এখনও সেই লজ্জার অনুভূতিকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারেন নি। আজকে মাঠের খেলা শুরু হওয়ার আগে বারবার দলকে গত ম্যাচের ফলাফল মনে করিয়ে দিয়েছেন তারা। বিশাখাপত্তনমের বদলা যাতে চেন্নাইতে নেন রোহিত শর্মারা, সেই জন্য ভারতকে উজ্জীবিত করেছেন তাঁরা।

আগের দিনের হারের পর প্রথম একাদশে কোনোরকম বদলের পথে যান নি ভারতের টিম ম্যানেজমেন্ট। চলতি সিরিজে বল হাতে বিশেষ সাফল্য পান নি কুলদীপ যাদব। প্রথম ম্যাচে ৮ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানের বিনিময়ে কেবল ১ উইকেট পেয়েছিলেন। আর দ্বিতীয় ম্যাচে মার্শ-হেডের ঝড়ের মাঝে পড়ে মাত্র ১ ওভার বোলিং-এর সুযোগ হয়েছিলো তাঁর। খরচ করেছিলেন ১২ রান। কোনো উইকেট পান নি। চায়নাম্যান বোলারকে সরিয়ে যুজবেন্দ্র চাহালকে খেলানোর পক্ষে সওয়াল করেছিলেন নেটজনতা। কোচ দ্রাবিড়, অধিনায়ক রোহিত তাতে কর্ণপাত না করায় চটেছেন নেটিজেনরা। একই সাথে গতিমান উমরান মালিককে একটিও ম্যাচে জায়গা না দেওয়ায় বিরক্ত ভারতীয় সমর্থকেরা। শামি-সিরাজের মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় উমরানকে খেলানোই যেত বলে মত সকলের।

তবে ভারতীয় একাদশে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখে ক্ষোভের সঞ্চার হয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। টি-২০ ক্রিকেটে নিজের ব্যাটিং মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে পারলেও একদিনের খেলায় ছন্দ খুঁজে পাচ্ছেন না সূর্যকুমার যাদব। তাঁর প্রতিভার কথা মাথায় রেখে বারবার সূর্যকে সুযোগ দিয়ে দেখছে ‘টিম ইন্ডিয়া।’ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) না থাকায় চার নম্বরে ব্যাট করছেন তিনি। কিন্তু সূর্যকুমারের ব্যাটে আঁধার চলছে আপাতত। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর পারফর্ম্যান্সকে ভয়াবহ বলা যেতেই পারে। প্রথম ম্যাচে ১ বলে ০ রান করে মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে লেগ বিফোর উইকেট হয়েছিলেন, আর দ্বিতীয় ম্যাচেও সেই স্টার্কের বলে প্রায় অ্যাকশন রিপ্লে দেখিয়ে প্রথম বলে ০ রানের মাথায় এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। জোড়া ‘গোল্ডেন ডাক’ করার পরেও কেউ কি করে দলে টিকে থাকতে পারেন তা বোধগম্য হচ্ছে না নেটজনতার। শেষ দশ ODI ইনিংসে সূর্যের রান ১৩,৯,৮,৪,৩৪,৬,৪,৩১,১৪,০,০। সূর্যের ব্যাটেই সিরিজে সূর্যাস্ত হবে ভারতের। কটাক্ষের সুরে বলছেন গণমাধ্যমের জনতা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *