IND vs AUS: আহমেদাবাদে টেস্ট জিততে ঘুঁটি সাজাচ্ছেন রোহিত-দ্রাবিড়, শেষ ম্যাচের একাদশে ফিরছেন এই ক্রিকেটার !! 1

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফির শুরুটা দুর্দান্ত করেছিলো ভারতীয় দল। নাগপুরের জামথা স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রতিপক্ষকে হারিয়েছিলো ইনিংস ও ১৩২ রানে। এরপর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামেও অব্যাহত ছিলো জয়ের ধারা। ভারতীয় স্পিনারদের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়েছিলো অস্ট্রেলীয় ব্যাটিং। ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়ে ২-০ ফলে এগিয়ে গিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’

প্রথম দুই টেস্টের দুটিতেই বিশ্রীভাবে হেরে হোয়াইটওয়াশের আতঙ্ক চেপে বসেছিলো অস্ট্রেলিয়া শিবিরে। ব্যাগি গ্রিন বাহিনীর সমস্যা বাড়িয়ে দিয়েছিলো একের পর এক চোট-আঘাত। জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ডেভিড ওয়ার্নার (David Warner) চোট পেয়ে দেশে ফিরে যান। ব্যক্তিগত কারণে ফেরেন অধিনায়ক প্যাট কামিন্স’ও (Pat Cummins)। শত প্রতিকূলতা নিয়েও তৃতীয় টেস্টে কিন্তু উলটপুরাণ দেখা অস্ট্রেলিয়া। ইন্দোরে অজি’রা ম্যাচ জেতে ৯ উইকেটে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

স্পিনের জালে অস্ট্রেলিয়াকে প্রথম দুই টেস্টে বন্দী করেছিলো ‘মেন ইন ব্লু।’ ইন্দোরেও প্রচেষ্টা ছিলো একই। কিন্তু তা বাস্তবে ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। ম্যাথিউ ক্যুনেমান এবং নাথান লিয়ঁ’র (Nathan Lyon) বিরুদ্ধে ভারতীয় ব্যাটার’রা দিশাহারা হয়ে পড়ায় জয় ছিনিয়ে নেয় অজি’রা। দেশের মাঠে টেস্ট হেরে কিছুটা ব্যাকফুটে এখন ‘টিম ইন্ডিয়া।’ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জয়ের সরণীতে ফিরতে স্ট্র্যাটেজিতে বদল করার কথা চিন্তা করছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

চতুর্থ টেস্টে জিততেই হবে ভারত’কে-

IND vs AUS | Rohit and Dravid | image: twitter
Coach Rahul Dravid and Captain Rohit Sharma are thinking about making some changes for the 4th test

দীর্ঘ দিন আইসিসি ট্রফির স্বাদ পায় নি ভারতীয় দল। শেষ সেই ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিলো ‘টিম ইন্ডিয়া’র ঝুলিতে। এরপর টি-২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি, তীরে গিয়ে বারবার তরী ডুবেছে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবও আসে নি ভারতের ঘরে। ফাইনালে গিয়ে শূন্য হাতে ফিরতে হয়েছিলো ২০২১ সালে।

২০২৩-এ টেস্টে বিশ্বসেরার খেতাব নিজেদের নামে করতে মরিয়া ভারতীয় দল। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভাল মাঠে শুরু হবে টেস্ট বিশ্বখেতাব জয়ের লড়াই। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের সামনে এখন চ্যালেঞ্জ ওভালের টিকিট নিশ্চিত করার। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বর্ডার-গাওস্কর ট্রফিতে অন্তত ২ ম্যাচের ব্যবধানে অজিদের হারাতে হত ভারত’কে। প্রথম দুই টেস্টের শেষেই ২-০ ব্যবধান তৈরি হয়ে যাওয়ায় খুশি হয়েছিলেন ‘টিম ইন্ডিয়া’ সমর্থকেরা।

কিন্তু ইন্দোরের অবাক হার সিরিজের ফলাফল আপাতত করে দিয়েছে ২-১। সাথে সাথে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সম্ভাবনার দিকেও তুলে দিয়েছে প্রশ্ন। চতুর্থ টেস্টে ভারত যদি জেতে তাহলে বর্ডার-গাওস্কর ট্রফির ফলাফল হবে ৩-১। বজায় থাকবে দুই ম্যাচের ব্যবধান। বলা চলে টেস্ট ক্রিকেটের মহারণে জায়গা করে নিতে আহমেদাবাদে জিততেই হবে ভারত’কে।

পেস আক্রমণে রদবদলের ভাবনা ভারতের-

Mohammed Shami | IND vs AUS | image: Getty Images
Mohammed Shami will replace Mohammed Sirja in the Indian line up for the fourth test

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহড়া হিসেবে আহমেদাবাদ টেস্টকে ব্যবহার করার দিকে ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ইন্দোরে ‘টিম ইন্ডিয়া’ হেরে যাওয়ায় আদৌ স্পিন অস্ত্র ব্যবহার থেকে ভারত সরবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে দলের পেস আক্রমণে পরিবর্তন যে টিম ম্যানেজমেন্ট আনতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। এখনও অবধি সিরিজে ৩টি ম্যাচই খেলেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু দাগ কাটতে পারেন নি তিনি। স্পিন-সহায়ক পিচে কাজে লাগেনি সিরাজের গতিময় বোলিং। তাঁকে শেষ ম্যাচে বাইরে রাখতে চলেছে ‘মেন ইন ব্লু।’

অপরপক্ষে প্রথম দুই ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচে বাইরে ছিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। স্পিনাররা মূলত এই সিরিজে সাফল্য পেলেও নিজের নিয়ন্ত্রিত বোলিং-এর মাধ্যমে নজর কেড়েছিলেন শামি। প্রথম টেস্টে ৩ টি এবং দ্বিতীয় টেস্টে ৪ উইকেট শিকার করেছিলেন বাংলার পেস তারকা। চতুর্থ ম্যাচে তাঁকেই দেখা যাবে নয়া বল হাতে।

শামির পেস বোলিং জুটি হিসবে আহমেদাবাদে দেখা যাবে উমেশ যাদব’কে (Umesh Yadav)। ইন্দোরে চলতি সিরিজে প্রথমবার সু্যোগ পেয়ে ভালো বোলিং করেছিলেন তিনি। দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়া ১১ রানের মধ্যে ৬ উইকেট হারায়। সেখানে ৩ টি শিকার ছিলো উমেশের।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *