IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে ভারতীয় দল। টেস্ট সিরিজে জয়ের পর প্রথম একদিনের ম্যাচটিতেও ৫ উইকেটে জিতেছিলো ভারত। কিন্তু সেই অগ্রগমন ধরে রাখতে পারে নি। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। আজকের ম্যাচ তাই ‘মাস্ট উইন’ দুই দলের কাছেই। যে জিতবে, সিরিজ মুঠোবন্দী করবে তারাই। ২০১৯ এর পর থেকে দেশের মাটিতে একদিনের সিরিজে অপরাজিত ভারত। অপরদিকে শেষ বিদেশী দল হিসেবে ভারতের মাটিতে একদিনের সিরিজ জেতার কৃতিত্ব অস্ট্রেলিয়ার’ই।
বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন স্টিভ স্মিথ। আজ তিনি বাছলেন ব্যাটিং । ট্র্যাভিস হেড (Travis Head) এবং মিচেল মার্শের (Mitchell Marsh) জুটি শুরুটা আক্রমণাত্মক করলেও হার্দিক পান্ডিয়ার বোলিং-এ ম্যাচে ফেরে ভারত। ৪৯ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৬৯ রানে। তিন উইকেট নেন হার্দিক। সাথে তিন উইকেট পান কুলদীপ যাদবও। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মিচেল মার্শ।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ২৭০ রান লক্ষ্যমাত্রা হিসেবে কম নয়। গড় স্কোরের চেয়ে খানিক বেশীই। সিরিজের নির্ণায়ক ম্যাচে জয় তুলে নিতে ওপেনিং জুটিকে আজ সফল হতেই হত। সেই কাজটাই শুরুর ওভারগুলোতে করলো রোহিত (Rohit Sharma) এবং শুভমানের জুটি। ঝোড়ো ইনিংস খেলে রোহিত আউট হলেও শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন ‘টিম ইন্ডিয়া’র ইনিংসকে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
অ্যাবটের শিকার হলেন হিটম্যান-

শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতের হয়ে ওপেনিং করছে শুভমান গিল এবং রোহিত শর্মা’র জুটি। ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন তাঁরা। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের ক্রিকেটে ভারতের সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছিলো এই ওপেনিং জুটি। বিশ্বকাপের আগে তারুণ্য এবং অভিজ্ঞতার এই যুগলবন্দী স্বপ্ন দেখাচ্ছিলো ভারতীয় সমর্থকদের। বিশাখাপত্তনমে দুজনেই দ্রুত আউট হয়েছিলেন। ওপেনিং নিয়ে দুশ্চিন্তার মেঘ ঘনাতে শুরু হয়েছিলো ভারতের ক্রিকেট আকাশে। আজ অবশ্য নেই মেঘের ঘনঘটা। ধুন্ধুমার ইনিংস খেলে ফর্মে থাকার ইঙ্গিত দিলেন দুজনেই।
গত দুই ম্যাচে ভারতের টপ-অর্ডার রানের মধ্যে ছিলো না। মিচেল স্টার্কের (Mitchell Starc) স্যুইং সমস্যায় ফেলেছিলো ব্যাটারদের। আজ শুরু থেকেই প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিপক্ষ বোলিং-এর সেরা অস্ত্র স্টার্ককে থিতু হওয়ার সুযোগ দিলেন না তিনি। কভারের ওপর দিয়ে যে ভঙ্গীতে পাঠালেন বাউন্ডারির বাইরে তা সোনালী মুহূর্ত হয়ে থাকবে আজকের ম্যাচে। রোহিতের রোষ থেকে বাদ যান নি স্টয়নিস, অ্যাডাম জাম্পা’রাও (Adam Zampa)। ২টি চার এবং ২ ছক্কায় দ্রুত পৌঁছেছিলেন ৩০ রানে।
শর্ট বলের বিরুদ্ধে পুল শট বরাবরই রোহিতের (Rohit Sharma) অন্যতম স্কোরিং শট। বারবার এই অস্ত্রের প্রয়োগ করতে দেখা যায় তাঁকে। আজ প্রিয় অস্ত্রই ব্যুমেরাং হয়ে ফিরলো ভারত অধিনায়কের দিকে। শন অ্যাবটের (Sean Abbott) শর্ট বলকে পুল করেছিলেন তিনি। তবে ব্যাটে-বলে সংযোগ সঠিক না হওয়ায় বাউন্ডারির বাইরে যাওয়ার বদলে বল জমা পড়ে ফাইন লেগে দাঁড়ানো মিচেল স্টার্কের হাতে। বেশ খানিকটা সামনের দিকে ছুটে এসে চমৎকার ক্যাচ তালুবন্দী করেন স্টার্ক। ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেই আজ ফিরতে হলো হিটম্যানকে।
দেখে নিন রোহিত শর্মার উইকেটটি-
— pratyay dey (@DeyPratyay) March 22, 2023