IND vs AUS: ফেব্রুয়ারী মাসে ভারতে পা দিয়েছিলো অস্ট্রেলিয়া দল। প্রথমে লাল বলের লড়াইতে মুখোমুখি হয়েছিলো ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েট। ২০১৭ সালে বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হয়েছিলো অস্ট্রেলিয়ার। পরপর দুইবার দেশের মাঠে শতচেষ্টার পরেও সেই ট্রফি পুনরুদ্ধার করতে পারে নি অজি’রা। হারতে হয়েছিলো ভারতের কাছে। এবারও স্বপ্নপূরণ হলো না। ২০০৪ এর পর প্রথমবার ভারতে টেস্ট সিরিজ জয়ের যে স্বপ্ন ছিলো, ভাঙলো তাও। ভারত বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখলো ২-১ ফলে অস্ট্রেলিয়াকে হারিয়ে।
টেস্টের পর এবার পালা একদিনের ম্যাচের। ২০২৩ সালে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। সেইদিকে তাকিয়ে পরিবেশ-পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এই সিরিজে সাফল্য পেতে চাইবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তিন ম্যাচের এই সিরিজকে দেখছে তারা। মাতৃবিয়োগের জন্য খেলছেন না অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। বদলে নেতৃত্ব দিতে দেখা যাবে স্টিভ স্মিথকে (Steve Smith)। ভারতে এর আগে ২০১৯ সালে একদিনের সিরিজ জিতেছিলো অজিরা। সেই সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন তাঁরা। আগামী ১৭ মার্চ মুম্বইতে প্রথম একদিনের ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য ক্যাঙারুবাহিনীর।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
২০২৩ সালে এখনও অবধি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ৬টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। জিতেছে সবকটিতেই। ১০০ শতাংশ সাফল্যের রেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষেও অটুট রাখতে চাইবেন শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলিরা (Virat Kohli)। ওয়াংখেড়েতে ভারত পাচ্ছে না তাদের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। কেরিয়ারে প্রথমবার একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। নয়া নেতার হাত ধরের জয়ের জন্যই ঝাঁপাবে ‘টিম ইন্ডিয়া।’
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IND vs AUS ম্যাচের সময়সূচি-
প্রথম একদিনের ম্যাচ
স্থান- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই, মহারাষ্ট্র
তারিখ- ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
সময়- দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে বরাবরই ব্যাটারদের জন্য সহায়তা থাকে। বড় রান উঠতেও হামেশাই দেখা যায়। ওয়াংখেড়ের লাল মাটির পিচ পেস সহায়ক না হলেও এই মাঠে সাফল্য পেতে দেখা গিয়েছে স্পিনারদের। ১৯৮৭ সাল থেকে ২২ টি পুরুষদের একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে এই মাঠে। এখনও অবধি ১২ বার প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ১০ বার। তবে আধুনিক সময়ের দ্রুতগতির খেলায় এই মাঠে সাধারণত রান তাড়া করতেই পছন্দ করে দলগুলি।
শিশিরের সমস্যায় বল গ্রিপ করতে মুশকিলে পড়তে হতে পারে বোলারদের। সেই কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং-এর ঝুঁকি সম্ভবত নিতে চাইবেন না টসজয়ী অধিনায়ক। প্যাট কামিন্স (Pat Cummins) না থাকায় ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টসের সময় দেখা যাবে স্টিভ স্মিথকে (Steve Smith)। ভারতের পক্ষেও থাকছেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বদলে নেতার ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। একদিনের ক্রিকেটে ওয়াংখেড়ে ময়দানে গড় স্কোর ঘোরাফেরা করে ২৪০-এর আশেপাশে। তবে এই মাঠে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ৪৩৮ রান স্কোরবোর্ডে যোগ করার নজিরও রয়েছে।
Mumbai Weather Report (আবহাওয়ার পূর্বাভাস)-

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচটি হবে ১৭ মার্চ অর্থাৎ শুক্রবার। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খানিক কমই থাকার সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫১ শতাংশ। ম্যাচের সময় ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। শুক্রবার মুম্বইয়ে বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভাবনা থাকলেও খেলায় তা বাধা সৃষ্টি করবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।
ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান-
এক দল পাঁচ বারের বিশ্বকাপ বিজেতা, আরেকটি দল একদিনের বিশ্বকাপ জিতেছে দুইবার। অস্ট্রেলিয়া ও ভারত, দুই হেভিওয়েটই আসন্ন সিরিজ জিততে মরিয়া। ২০২৩-এ ভারতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে রাখছে দুই দলই। দীর্ঘ ক্রিকেট ইতিহাসে একে অপরের বিরুদ্ধে ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। জয়ের পালা ভারী ক্যাঙারুবাহিনীরই। ভারত যেখানে ৫৩টি ম্যাচ জিতেছে, সেখানে অস্ট্রেলিয়া জয় তুলে নিয়েছে ৮০ ম্যাচে। ১০ টি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। দেশের মাঠে ভারত জিতেছে ২৯ ম্যাচ। অস্ট্রেলিয়াতে গিয়ে অজিদের হারিয়েছে ১০ ম্যাচ। এবং নিরপেক্ষ মাঠে এসেছে বাকি ১০ জয়। অপরপক্ষে অস্ট্রেলিয়া নিজেদের দেশে ভারতকে হারিয়েছে ৩৮ বার। ভারতে এসে ভারতকে হারিয়েছে ৩০ বার। এবং নিরপেক্ষ মাঠে জিতেছে ১৪বার।
IND vs AUS প্রথম ODI-তে দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত-
ঈশান কিষণ (উইকেটরক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার কুমার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
অস্ট্রেলিয়া-
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ।
প্রথম একদিনের ম্যাচে সম্ভাব্য সেরা ব্যাটার-
শুভমান গিল-
বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব, স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নারের (David Warner) মত রথী-মহারথীদের ভীড়েও ওয়াংখেড়ে ময়দানে প্রথম একদিনের ম্যাচে সেরা ব্যাটার হওয়ার দাবীদার বছর তেইশের শুভমান গিল (Shubman Gill)। একদিনের ক্রিকেট কেরিয়ারে ২১ ম্যাচে ১২৫৪ রান করেছেন তিনি। এই মুহূর্তে তাঁর ব্যাটিং গড় ৭৩.৭৬। স্ট্রাইক ১১০-এর কাছে। ৪টি শতরান করেছেন। করেছেন পাঁচটি অর্ধশতকও। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে দ্বিশতকের গণ্ডীও পেরিয়েছেন তরুণ শুভমান (Shubman Gill)। ফর্মে যে মরচে পড়ে নি তা আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঝকঝক শতরান করে প্রমাণ করে দিয়েছেন পাঞ্জাবের তরুণ।
ম্যাচের সেরা বোলার-
কুলদীপ যাদব-
স্পিন খেলতে গিয়ে অস্ট্রেলিয়া যে সমস্যায় পড়ছে তা বোঝা গিয়েছে টেস্টেই। একদিনের সিরিজে অজিদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সাফল্য ছিনিয়ে আনতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। টেস্টে তিনি খেলেন নি,তবে একদিনের সিরিজে খেলবেন চায়নাম্যান বোলার। অক্ষর, জাদেজার মত বাকি স্পিনারদেরবেশ কিছুদিন খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু কুলদীপের বাঁ-হাতি লেগস্পিনের সামনে সমস্যায় পড়তে পারেন লাবুশেন, স্মিথরা। সম্প্রতি ভালো ফর্মেও দেখা গিয়েছে কুলদীপকে (Kuldeep Yadav)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে ম্যাচ অফ দ্য ম্যাচ পুরষ্কার জিতেছেন। ওয়াংখেড়েতেও সাফল্য পেতে পারেন তিনি।
IND vs AUS ম্যাচের সম্ভাব্য ফলাফল : ম্যাচ জিতবে ভারত
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, দুই দলের সাম্প্রতিক ফল এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur