IND vs AUS: টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামির দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাথা তুলতে ব্যর্থ অস্ট্রেলিয়া দল। শুক্রবার, মোহালির ব্যাটিং সহায়ক পিচে ২৭৬ রানে গুটিয়ে গেল তারা। অস্ট্রেলিয়ার কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু করলেও, কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। এর পাশাপাশি জশ ইংলিশ ৪৫ রানের ইনিংস এবং মার্নাস লাবুসচেন ৩৯ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। শামি তার ১০ ওভারে একটি মেডেন দিয়ে ৫১ রানে পাঁচ উইকেট নেন। এর সঙ্গে তিনি একটি নজিরও গড়লেন।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
৫ উইকেট তুলে নিয়ে নজির শামির
টস হেরে প্রথমে ব্যাট করতে এসে প্রথম ওভারেই অস্ট্রেলিয়া দলকে বড় ধাক্কা দেন মহম্মদ শামি। ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিখ্যাত মিচেল মার্শ চার বলে চার রান করার পর মোহাম্মদ শামির বোলিংয়ে স্লিপে ধরা পড়েন। এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মধ্যে ৯৪ রানের জুটি গড়ে ওঠে। ৫৩ বলে ৫২ রান করে আউট হন ওয়ার্নার। তাকে প্যাভিলিয়নে পাঠান জাদেজা। এ দিন শামি মার্শকে ছাড়াও প্যাভিলিয়ে ফেরালেন ওয়ার্নার, স্টয়নিস, শর্ট ও অ্যাবটকে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
এরই সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর ভারতীয় পেসার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নিলেন তিনি। অজিরা প্রথমে ব্যাট করে ২৭৬ রান করলেও, এ দিন মোহালিতে দুর্দান্ত বোলিংয়ের নমুনাই পেশ করলেন শামি। প্রথম ইনিংস শেষে শামির মুখোমুখি হন বিখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি শামিকে জিজ্ঞাসা করেন, “গরম করছে?” এর উত্তরে শামি মজার ছলে বলেন, “আপনারা ঠান্ডা ঘরে বসে থাকেন। আমরা মাঠে নেমে খেলি তাই গরম করে।”
Harsha Bhogle – were you feeling the heat today?
Mohammed Shami – yes probably, because you guys are sitting in the AC boxes, we were on the ground (laughs). pic.twitter.com/uw88qdvnQQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 22, 2023