বৃহস্পতিবার শুরু হয়ে গেল ভারত বনাম আস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বর্ডার-গাভাস্কর ট্রফির শুরুটা দুর্দান্ত করেছিল ভারতীয় দল। নাগপুরে প্রথম টেস্ট ম্যাচে অজিদের ইনিংস ও ১৩২ রানে হারিয়েছিল রোহিত শর্মার দল। এরপর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামেও অব্যাহত ছিল জয়ের ধারা। ভারতীয় স্পিনারদের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল অস্ট্রেলীয় ব্যাটিং। ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়ে ২-০ ফলে এগিয়ে যায় রোহিত-বিরাটরা।
প্রথম দুটি টেস্টে জেতার পর আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামলেও ইন্দোরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্ট ম্যাচে ৯ উইকেটে হারতে হয় রোহিতদের। তাই এখন চতুর্থ ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য ডু অর ডাই হয়ে উঠেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। এ দিন টস জিতে প্রথমব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা তাদের ভালো হলেও, শেষ দিকে পরপর দুটি উইকেট পড়ে গেছে তাদের। এর মধ্যে মার্নাস লাবুসচেনকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান মোহম্মদ শামি।
দেখুন উইকেটর ভিডিও:
Mohammed Shami cleaned up No.1 Test batter Marnus Labuschagne! pic.twitter.com/dcFDbYfRkX
— CricketMAN2 (@ImTanujSingh) March 9, 2023