IND vs AUS: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচটি। নাগপুর ও দিল্লীতে প্রথম দুটি ম্যাচে ভারত সহজেই জয় পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়াকে দেখতে শুরু করেছিলেন অনেকেই। কিন্তু অপ্রত্যাশিতভাবে তৃতীয় ম্যাচে রোহিত শর্মা’রা (Rohit Sharma) হেরে বসায় সেই সম্ভাবনার সামনে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। একই সাথে চতুর্থ টেস্টটির গুরুত্ব বেড়েছে অনেকখানি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলে ‘টিম ইন্ডিয়া’কে আহমেদাবাদ ম্যাচ জিততেই হবে। না হলে অপেক্ষা করে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজের ফলাফলের। ‘মাস্ট উইন’ ম্যাচের প্রথম দিনটি কিন্তু বিপক্ষেই গেলো রোহিত-কোহলিদের। টসে হেরে প্রথম বোলিং করতে হয়েছে ভারত’কে। সাবলীল ছন্দেই গোটা দিন ব্যাট করলেন অজি ব্যাটার’রা। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৫৫/৪। শতরান করে ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সঙ্গে রয়েছেন ক্যামেরন গ্রিন (Cameron Green)।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গত ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণের অংশ ছিলেন না মহম্মদ শামি। চতুর্থ টেস্টে মহম্মদ সিরাজের জায়গায় দলে ফিরেছেন তিনি। ‘টিম ইন্ডিয়া’র স্পিনার’রা আজ কার্যকরী ভূমিকা নিতে না পারলেও বল হাতে ভালোই পারফর্ম করলেন শামি। ছন্দে থাকা খোয়াজাকেও বেশ কয়েকবার সমস্যায় ফেললেন তিনি। শামির (Mohammed Shami) বাঊন্সারে কোনোক্রমে রক্ষা পেলেন খোয়াজা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শামির বাউন্সারের সামনে নড়বড়ে লাগলো খোয়াজা’কে-
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পিচ। নাগপুর টেস্ট থেকেই বাইশ গজ নিয়ে মুখ খুলছে অজি সংবাদমাধ্যম। ভারতের স্পিন আক্রমণের সামনে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলীয় ব্যাটাররা তাসের ঘরের মত ভেঙে পড়ায় পিচ বিতর্ক আরও বেশী জোরালো হয়েছে। তৃতীয় ম্যাচে স্পিন সামলাতে না পেরে হেরেছে ভারত’ও। তাই চতুর্থ ম্যাচে পিচ কেমন হবে তা নিয়ে চলছিলো জল্পনা। বাস্তবে অবশ্য দেখা গেলো বাকি তিন মাঠের মত ঘূর্ণি উইকেট হয় নি আহমেদাবাদে। ব্যাটারদের জন্য রয়েছে সাহায্য।
আহমেদাবাদের ব্যাটিং সহায়ক বাইশ গজে আজ তেমন দাগ কাটতে পারেন নি অশ্বিন-জাদেজা’রা। শান্ত ছিলেন তৃতীয় স্পিনার অক্ষর প্যাটেল’ও। ভারতীয় বোলিং আক্রমণে ঘাতক মনে হলো একমাত্র মহম্মদ শামি’কে (Mohammed Shami)। মার্নাস লাবুশেন’কে এক দুরন্ত ডেলিভারিতে ফিরিয়েছিলেন তিনি। শামির বল সমঝে খেলতে দেখা গেলো উসমান খোয়াজা’কেও (Usman Khawaja)।
চতুর্থ টেস্টের প্রথম দিনের ৭১তম ওভার চলছে তখন। বল হাতে রান-আপে মহম্মদ শামি (Mohammed Shami) আর অপরপ্রান্তে উসমান খোয়াজা। নন-স্ট্রাইকার প্রান্তে পিটার হ্যান্ডসকোম্ব। ওভারের দ্বিতীয় বলটি বাউন্সার করেন শামি (Mohammed Shami)। বলটির গতিবেগ এতটাই ছিলো যে নড়ার সুযোগ টুকুও পান নি খোয়াজা (Usman Khawaja)। প্রায় তাঁর হেলমেট স্পর্শ করে লাল বল’টি জমা পড়ে উইকেটরক্ষক কে এস ভরতের (KS Bharat) দস্তানায়। গতির ধাক্কায় ভারসাম্য রাখতে পারেন নি অস্টেলীয় ব্যাটার। বেসামাল হয়ে পড়েই যান মাটিতে। খোয়াজা’র অবস্থা দেখে এগিয়ে আসেন উইকেটরক্ষক ভরত ও ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মুখে হাসি দেখা যায় তাঁদের। পরে সেই হাসিতে যোগ দেন খোয়াজা স্বয়ং।
দেখে নিন ভিডিও-
baal baal bach gaye pic.twitter.com/1aV6ei4Kp9
— javed ansari (@javedan00643948) March 9, 2023
ম্যাচের হাল-হকিকত-

আহমেদাবাদ টেস্টের প্রথম দিনটি পুরোপুরিই অস্ট্রেলিয়ার পক্ষে গেলো। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভ স্মিথ। শুরু থেকেই স্কোরবোর্ড চালু রাখার দিকে খেয়াল রেখেছিলেন দুই ওপেনার উসমান খোয়াজা (Usman Khawaja) এবং ট্যাভিস হেড। হেড ৩২ রান করে সাজঘরের রাস্তা দেখলেও ক্রিজে টিকে থাকেন খোয়াজা। শামি ফেরান মার্নাস লাবুশেন’কে (Marnus Labuschagne)। চার নম্বরে নেমে স্টিভ স্মিথ (Sreve Smith) দলকে ভরসা দিলেন। খোয়াজার সাথে লম্বা জুটি গড়লেন তিনি। ব্যক্তিগত ৩৮ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে আউট হন তিনি। পিটার হ্যান্ডসকোম্বকে দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ তবে রুখে দাঁড়ান ক্যামেরন গ্রিন (Cameron Green)। শতরানে পৌঁছান খোয়াজা’ও। দিনের শেষে অস্ট্রেলিয়া ২৫৫/৪। ১০৪ রানে অপরাজিত রয়েছেন খোয়াজা। ৪৯ রানে অপরাজিত রয়েছেন গ্রিন।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur