IND vs AUS: চোটের কারণে ছিটকে যাওয়ার মুখে শ্রেয়স-রাহুল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন হতে পারে ভারতের ODI দল !! 1

IND vs AUS: পরিসমাপ্তির পথে বর্ডার-গাওস্কর ট্রফি। সিরিজের চতুর্থ টেস্টে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্তমানে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০১৭ সালে দেশের মাটিতে অজিদের হারিয়ে এই ট্রফির দখল নিয়েছিলো ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৯ এবং ২০২১ সালে অজিদের হারিয়ে ট্রফি নিজেদের শিবিরেই রেখে দিয়েছিলেন বিরাট কোহলিরা। এবারও হাত বদল হলো না খেতাবের। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে শিরোপা দেশেই রেখে দিলো ‘টিম ইন্ডিয়া।’

অস্ট্রেলিয়া ২০০৪ সালে শেষবার ভারতে সিরিজ জিতেছিলো। এই বছর’ও ভারতের মাটিতে ভারতকে হারানোর স্বপ্ন সত্যি হলো না তাদের। তবে লড়াই উপহার দিলো ব্যাগি গ্রিন বাহিনী। প্রথম দুই টেস্টে খড়কুটোর মত উড়ে গেলেও তৃতীয় টেস্টে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতকে ৯ উইকেটে হারালো তারা। চতুর্থ টেস্টের আগে ফলাফল দাঁড়ায় ২-১।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

টেস্ট সিরিজের শেষে তিন ম্যাচের একটি একদিনের সিরিজও ভারতের বিরুদ্ধে খেলবেন স্টিভ স্মিথ’রা (Steve Smith)। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তার প্রস্তুতির অংশ হিসেবে দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একদিনের সিরিজ। বেশ কিছুদিন আগেই এই সিরিজের জন্য দল ঘোষণা করেছিলো বিসিসিআই। তবে শেষ মুহূর্তে কিছু বদল দেখা যেতে পারে ভারতীয় স্কোয়াডে। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কে এল রাহুলের (KL Rahul)চোটের কারণে পরিবর্ত হিসেবে দলে জায়গা করে নিতে পারেন দুই নতুন মুখ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

চোটের কবলে শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | IND vs AUS | image: twitter
Shreyas Iyer had to leave the field due to his back injury

গত এক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২০২২ ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বাবর আজম এবং লিটন দাসের পরেই ছিলেন তিনি। টেস্ট হোক বা একদিনের ম্যাচ-সব ফর্ম্যাটেই রানের মধ্যে ছিলেন তিনি। একদিনের বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার শ্রেয়সের (Shreyas Iyer) ওপর ভরসা রাখবে বলেই অনুমান বিশেষজ্ঞমহলের। কিন্তু চিন্তা বাড়িয়েছে শ্রেয়সের চোটপ্রবণতা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারেন নি তিনি। পিঠের চোটের কারণে চিকিৎসা চলছিলো তাঁর। দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরলেও চেনা ছন্দে অবশ্য দেখা যায় নি তাঁকে। স্পিনের বিরুদ্ধে বরাবর শ্রেয়সকে (Shreyas Iyer) ভালো খেলতে দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে ফুটওয়ার্ক নড়বড়ে লেগেছে তাঁর। চতুর্থ টেস্টে ফের একবার চোটের কবলে পড়লেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে ফিল্ডিং করার সময় পিঠে ব্যথা অনুভব করেন শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। চতুর্থ দিনের সকালে ব্যাট হাতে মাঠেও নামতে পারেন নি তিনি। তাঁর বদলে পাঁচ নম্বরে নামেন উইকেটরক্ষক শ্রীকার ভরত। একদিনের সিরিজ শুরু হতে আর বেশীদিন বাকি নেই। সেই কারণেই মনে করা হচ্ছে খেলার সুযোগ ক্ষীণ শ্রেয়সের (Shreyas Iyer)। যদিও ভারতীয় বোর্ডের তরফে সরকারীভাবে এই বিষয়ে কিছু জানানো হয় নি।

ছিটকে যেতে পারেন রাহুল’ও-

KL Rahul | IND vs AUS | image: twitter
KL Rahul was seen with a bandaged elbow during Ahmedabad test

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কে এল রাহুল (KL Rahul)। মূলত ওপেনার হলেও একদিনের ক্রিকেটে তাঁকে মিডল অর্ডারেও ব্যবহার করে ভারতীয় দল। প্রয়োজনে উইকেটরক্ষকের দায়িত্ব’ও পালন করেন তিনি। সম্প্রতি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রানের খরা চলছে তাঁর ব্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর তাঁর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। পরিবর্তে জায়গা পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। টেস্ট দলে জায়গা হারালেও রাহুলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকেরা।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে নামা সম্ভব নাও হতে পারে রাহুলের পক্ষে। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট চলাকালীন ডাগ-আউটে কনুইতে ব্যান্ডেজ বেঁধে বসতে দেখা গিয়েছে রাহুল’কে। সাথে আইস প্যাক লাগাতেও দেখা গিয়েছে তাঁকে। রাহুলের চোট কতটা গুরুতর, সে ব্যাপারে কিছু জানানো হয় নি বোর্ডের তরফ থেকে। কিন্তু চোট না সারলে একদিনের সিরিজ থেকে ছিটকে যাবেন তিনিও।

রাহুল (KL Rahul) এবং শ্রেয়স ছিটকে গেলে পরিবর্ত হলে জাতীয় দলের দরজা খুলতে পারে সঞ্জু স্যামসন এবং পৃথ্বী শ (Prithvi Shaw)-এর কাছে। ১৭ মার্চ ওয়াংখেড়েতে হতে চলেছে প্রথম একদিনের ম্যাচে। ভারতের অধিনায়ক হিসেবে এই ম্যাচে দেখা যাবে না রোহিত শর্মাকে। ব্যক্তিগত সমস্যার জন্য প্রথম ম্যাচটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হিটম্যান। বদলে অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)।

একদিনের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল-

Team India | IND vs AUS | image: twitter

রোহিত শর্মা (অধিনায়ক)*, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।

*- প্রথম ম্যাচে খেলবেন না রোহিত শর্মা।

IND vs AUS একদিনের সিরিজে যা দল হতে পারে ভারতের-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিষণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *