IND vs AUS: নিউজিল্যান্ড সিরিজের বিপর্যয়ের পর আশঙ্কার কালো মেঘ দানা বেঁধেছিলো ভারতীয় শিবিরকে ঘিরে। অস্ট্রেলিয়ার কঠিন পরিস্থিতিতে আদৌ কতদূর সফল হবেন কোহলি-বুমরাহ’রা? সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। পারথ্-এর বাইশ গজে টিম ইন্ডিয়া উত্তর দিলো যাবতীয় প্রশ্নের। বুঝিয়ে দিলো কেন শেষ সাত বছরে চারবার বর্ডার-গাওস্কর ট্রফি (IND vs AUS) জিতেছে তারা। কেন পরপর দুই বার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে ছিনিয়ে নিয়ে গিয়েছে সিরিজ। গতকাল প্রথম ইনিংসে সুবিধা করতে নি ভারতীয় ব্যাটাররা। মাত্র ১৫০ রানের পুঁজি নিয়েও দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছিলো দল। তারই ফসল মিললো আজ। সকালে বুমরাহ-হর্ষিতদের (Harshit Rana) সৌজন্যে ১০৪ রানেই গুটিয়ে যায় অজি ইনিংস। ৪৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপ্রতিরোধ্য যশস্বী-রাহুলের (KL Rahul) ওপেনিং জুটি। বিনা উইকেটে দিনের শেষে ভারতের স্কোর ১৭২।
Read More: জসপ্রীত বুমরাহ’র নেতৃত্ব মনে ধরেছে BCCI’র, টেস্ট থেকে রোহিত শর্মাকে দিচ্ছেন পার্মানেন্ট ছুটি !!
অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহ বিক্রম অব্যাহত-
পারথ্ টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়া শিবিরের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আজ সকালেও প্রথম ধাক্কাটি দেন তিনিই। উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি’কে (Alex Carey) সাজঘরে ফেরান তিনি। ক্যারি’র ব্যাটের কোণ ছুঁয়ে বল জমা পড়ে ঋষভ পন্থের দস্তানায়। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ১১তম ফাইফারের মালিক হলেন তিনি। চমকে দেওয়ার মত এক পরিসংখ্যান সামনে এসেছে বুমরাহ’র সাফল্যের পর। স্টার্ক, কামিন্স বা হ্যাজেলউড-অস্ট্রেলিয়ার তিন তারকার চেয়ে ব্যাগি গ্রিনদের ডেরায় ভারতীয় পেসারের বোলিং গড় কম। বুমরাহ বিক্রমের মাঝেই নজর কাড়লেন হর্ষিত রাণা’ও (Harshit Rana)। নাথান লিয়ঁ ও মিচেল স্টার্ককে আউট করেন তিনি। ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন স্টার্ক। ১১২ বলে তাঁর ২৬ রানের ইনিংস থামতেই দাঁড়ি পড়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধে (IND vs AUS)।
ব্যাট হাতে অনবদ্য কে এল রাহুল-
দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকার জন্য পারথ্-এ যান নি রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলি হিসেবে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করেছেন কে এল রাহুল (KL Rahul)। আচমকা চলে আসা এই সুযোগ দুই হাতে আঁকড়ে ধরেছেন কর্ণাটকের ক্রিকেটার। প্রথম ইনিংসেও জমাট দেখাচ্ছিলো তাঁকে। তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ফিরতে হয় সাজঘরে। ৭৪ বলে ২৬ করে উইকেট হারিয়েছিলেন তিনি। আজ প্রতিপক্ষকে কোনো সুযোগ দিতেই রাজী ছিলেন না তিনি। দুর্ধর্ষ সব শট খেলতে দেখা গিয়েছে তাঁকে। প্যাট কামিন্সের (Pat Cummins) বিরুদ্ধে তাঁর মারা একটি স্ট্রেট ড্রাইভকে দিনের সেরা স্ট্রোক বলতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না ধারাভাষ্যকারেরা। দিনের শেষে ১৫৩ বলে ৬২ করে অপরাজিত রয়েছেন তিনি। তৃতীয় দিনের সকালে চেষ্টা করবেন ১৬তম অর্ধশতককে নবম টেস্ট শতরানে রূপান্তরিত করার।
স্টার্ককে পালটা স্লেজ যশস্বী’র-
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পারথ্-এ প্রথম ইনিংসের স্মৃতি বিশেষ সুখকর ছিলো না তাঁর জন্য। শূন্য রান করে ফিরতে হয়েছিলো ড্রেসিংরুমে। আজ দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ হয়ত মিটিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছিলেন তরুণ তুর্কি। রাহুল খানিক রক্ষণাত্মক ক্রিকেট খেললেও আগ্রাসী ব্যাটিং করলেন বাম হাতি ওপেনার। মিডল স্টাম্প লাইনের একটি ডেলিভারিকে যেভাবে ফ্লিক করে উড়িয়ে দিলেন ফাইন লেগের দিকে তা চমকে দিয়েছে ক্রিকেটদুনিয়াকে। আজ সকালে হর্ষিত রাণা’কে হুঁশিয়ারি দিয়ে মিচেল স্টার্ক (Mitchell Starc) বলেছিলেন, “আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি।” তার পাল্টা হিসেবেই অজি পেস কিংবদন্তির দিকে বাক্যবাণ ছুঁড়ে দিলেন যশস্বী, “মনে হয় খুব ধীরে (বল) আসছে।” প্রত্যুত্তর দিতে পারে নি অস্ট্রেলিয়া। দিনের শেষে ১৯৩ বলে ৯০ রানে অপরাজিত তিনিও। অপেক্ষা চতুর্থ টেস্ট সেঞ্চুরির।