IND vs AUS: “বিশ্বকাপে খেলাতেই হবে শামিকে…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বঙ্গ পেসারের পারফর্ম্যান্স মন জিতলো সোশ্যাল মিডিয়ার !! 1

IND vs AUS: মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরুর ঠিক দুই সপ্তাহ আগে দুই শিবিরই নিজেদের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে এই সিরিজকে। নিজেদের সেরা একাদশ নিয়ে যে সকল প্রশ্নের উত্তর ভারত এশিয়া কাপে পায় নি, তা খুঁজে নেওয়ার প্রচেষ্টায় রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। আজ সেই কারণেই রোহিত-বিরাট-হার্দিকদের অবর্তমানে সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, রবিচন্দ্রণ অশ্বিনদের প্রথম এগারোতে সুযোগ দিতে দেখা গেলো টিম ইন্ডিয়াকে। অন্যদিকে খানিক সমস্যায় রয়েছে অস্ট্রেলীয় শিবিরও। ট্র্যাভিস হেডের হাতে চোট লেগেছে, এখনও সম্পূর্ণ সুস্থ নন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্কের মত তারকা। তাই ভারতীয় পরিবেশে তাঁদের বিকল্প তৈরি করে রাখতে চাইছেন অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। মার্নাস লাবুশেন, শন অ্যাবটদের নিয়ে সেই কারণেই তিনি সাজিয়েছিলেন প্রথম একাদশ।

Steve Smith | IND vs AUS | Image: Getty Images
Steve Smith | IND vs AUS | Image: Getty Images

আজ ভারত অধিনায়ক হিসেবে মাঠে নামেন কে এল রাহুল। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন তিনি। এশিয়া কাপ ফাইনালের নায়ক মহম্মদ সিরাজকে বাইরে রেখে মহম্মদ শামিকে সুযোগ দিয়েছিলো টিম ম্যানেজমেন্ট। আশাহত করেন নি শামি। মিচেল মার্শ স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস-সহ মোট পাঁচ উইকেট নেন তিনি। এক বছরেরও বেশী সময় পরে ভারতের হয়ে ওয়ান ডে খেললেন রবিচন্দ্রণ অশ্বিন। ভাগ্যের সহায়তায় মার্নাস লাবুশেনকে আউট করা ছাড়া বিশেষ কার্যকরী হতে দেখা যায় নি তাঁকে। ওয়ার্নার-স্মিথরা বেশ দাপটের সাথেই খেললেন তাঁকে। নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ’ও। চোট সারিয়ে এই প্রথম দেশের মাটিতে খেলতে নেমেছিলেন তিনি। মোহালির প্রাণহীন পিচেও দিব্যি বলকে নড়াচড়া করাতে দেখা গেলো তাঁকে। পেলেন ১ উইকেট।

Mohammad Shami | IND vs AUS | Image: Getty Images
Mohammad Shami | IND vs AUS | Image: Getty Images

বুমরাহ-শামিদের ভালো পারফর্ম্যান্সের দিনে ভারতীয় দলের চিন্তা বাড়ালেন শার্দুল ঠাকুর। কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত ব্যাটিং দক্ষতার কারণে শার্দুলকে প্রথম এগারোয় রাখতে পছন্দ করেন। বাইরে বসতে হয় শামিকে। কিন্তু আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৮  রান খরচ করেও বিনিময়ে কোনো উইকেট পেলেন না তিনি। নেটমাধ্যমে চূড়ান্ত সমালোচিত হয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। ‘ভারতীয় বোলিং-এর দুর্বলতম অংশ শার্দুল’ লিখেছেন এক নেটিজেন। ‘টিম ইন্ডিয়ার এই শার্দুল প্রীতির কারণ বুঝি না’ সখেদে জানিয়েছেন আরেন নেটনাগরিক। ‘সিরাজ-শামি-বুমরাহ’ই হোক বিশ্বকাপে পেস ত্রয়ী’ জানিয়েছেন জনৈক ক্রিকেটপ্রেমী। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া আজ তুলেছে ২৭৬। রান তাড়া করতে নেমে ভারতের লড়াই সহজ হবে না, নিশ্চিত সামাজিক গণমাধ্যম।

দেখে নিন ট্যুইটচিত্র-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *