IND vs AUS: জমজমাট যুদ্ধে ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার, ঘোষিত বর্ডার-গাওস্কর ট্রফির ক্রীড়াসূচি !! 1

IND vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS), বর্তমান ক্রিকেটদুনিয়ার সবচেয়ে হাইভোল্টেজ মোকাবিলাগুলির মধ্যে উপরের দিকেই থাকবে এই প্রতিদ্বন্দ্বীতা। দুই হেভিওয়েটের লড়াইতে স্ফুলিঙ্গ ছিটকে বেরোতে দেখা যায় প্রায়শই। গত কয়েক বছরে এই দ্বৈরথ যেন আরও উঁচু স্তরে পৌঁছে গিয়েছে। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে ভারত। ৩২ বছর পর গাব্বার দুর্গ ভেঙেছে ভারতেরই ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটে। টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ প্রত্যাঘাত করেছে অজিরাও। ভারতকে ভারতের মাটিতে হারিয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে। ওভালের বাইশ গজে কেড়ে নিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। এই জমজমাট ক্রিকেট প্রতিদ্বন্দ্বীতার ইতিহাসে এক নয়া অধ্যায় যুক্ত হতে চলেছে কয়েক মাসের মধ্যেই। বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে ভারত উড়ে যাচ্ছে ব্যাগি গ্রিনদের দেশে।

সামনে এলো টেস্ট সিরিজের সূচি-

IND vs AUS | Image: Getty Images
IND VS AUS | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে এবার বসছে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) আসর। ক্যাঙারুবাহিনীর ঘরের মাঠে তাদের মুখোমুখি হতে চলেছে ভারত (IND vs AUS)। সাম্প্রতিক অতীতে এই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বীতায় আধিপত্য দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়াই। ২০১৭’র পর থেকে বর্ডার-গাওস্কর ট্রফিতে অপরাজিত তারা। দুবার ‘মেন ইন ব্লু’ খেতাব জিতেছে নিজেদের ঘরের মাঠে। আর দুবার অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের ধরাশায়ী করেছে তারা। ২০১৮-১৯ মরসুমে প্রথমবার সাফল্য এসেছিলো ১-০ ব্যবধানে। আর ২০২০-২১ মরসুমে একঝাঁক প্রথম সারির ক্রিকেটার চোট বা ব্যক্তিগত কারণে ছিটকে যাওয়ার পরেও ট্রফি ঘরে তুলেছিলো ভারত। সিডনিতে অশ্বিন-বিহারীর (Hanuma Vihari) রুদ্ধশ্বাস প্রতিরোধে ম্যাচ বাঁচানো হোক বা ব্রিসবেনে অজি দূর্গে ফাটল ধরিয়ে ঐতিহাসিক জয়, সেই সিরিজটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।

প্রায় চার বছর পর ফের টেস্ট সিরিজের জন্য ভারত ফিরতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। এতদিন বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) থাকত চারটি করে টেস্ট। এবার বাড়ছে সংখ্যাটা। অ্যাসেজের মতই ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথেও থাকবে পাঁচটি টেস্ট ম্যাচ। যে সূচি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী প্রথম ম্যাচটি রয়েছে নভেম্বর মাসের ২২ থেকে ২৬ তারিখ। পারথের বাইশ গজে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেডে। তৃতীয় ম্যাচটি ১৪ থেকে ১৮ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায়। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হওয়ার কথা ‘বক্সিং ডে টেস্ট’ চলবে ৩০ তারিখ অবধি। আর নয়া বছরের ৩ থেকে ৭ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে যবনিকা পড়বে সিরিজের।

এক নজরে IND vs AUS সিরিজের সম্পূর্ণ সূচি-

    ম্যাচ নং      তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ম্যাচ ২২-২৬ নভেম্বর পারথ্‌
দ্বিতীয় টেস্ট ম্যাচ ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেড
তৃতীয় টেস্ট ম্যাচ ১৪-১৮ ডিসেম্বর ব্রিসবেন
চতুর্থ টেস্ট ম্যাচ ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্ন
পঞ্চম টেস্ট ম্যাচ ৩-৭ জানুয়ারি সিডনি

ফিরছে পিঙ্ক বল টেস্ট-

Adelaide Oval | Image: Getty Images
Adelaide to Host IND vs AUS Pink Ball Test | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবার দিন-রাতের পিঙ্ক বল টেস্ট খেলেছিলো টিম ইন্ডিয়া (Team India)। গোলাপি বলে দ্বিতীয়বার টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা তাদের হয়েছিলো ২০১৯-২০ মরসুমে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। একটা সময় এগিয়ে থাকলেও তৃতীয় ইনিংসে স্টার্ক-কামিন্সদের (Pat Cummins) স্যুইং-এ নাস্তানাবুদ হতে হয়েছিলো ভারতকে। ৩৬ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। বিদেশের মাঠে লজ্জার সম্মুখীন হতে হয়েছিলো দল’কে। এরপর ঘরের মাঠে আরও দুটি পিঙ্ক বল টেস্ট খেলেছে ‘মেন ইন ব্লু।’ ২০২১ ও ২০২২ যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে আহমেদাবাদ ও চেন্নাইয়ের মাঠে হারানোর অভিজ্ঞতা হয়েছে তাদের। এবার অস্ট্রেলিয়ার মাঠে আরও একবার পিঙ্ক বলের পরীক্ষায় বসতে চলেছে তারা।

আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেডের মাঠে যে টেস্ট ম্যাচটি রয়েছে, তা দিন-রাতের হবে বলে জানা গিয়েছে। পাঁচ বছর আগে এখানেই লজ্জায় ডুবেছিলো ভারতীয় ক্রিকেট। এবার কোহলি-রোহিত’রা (Rohit Sharma) সেই অন্ধকার স্মৃতিকে মুছে দিতে পারেন কিনা সেদিকে থাকবে নজর। গোলাপি বলের ক্রিকেটে স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাচ্ছেন ক্রিকেটাররা। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে থাকছে প্রায় দিন দশেকের বিরতি। ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে চলেছে ভারত।

Also Read: ম্যাচ-ফিক্সিং শ্রীলঙ্কান ক্রিকেটারের, ভারতের বিপক্ষের সিরিজ জয়ের পরেই মিললো চমকপ্রদ তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *