IND vs AUS

বৃহস্পতিবার শুরু হয়ে গেল ভারত বনাম আস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বর্ডার-গাভাস্কর ট্রফির শুরুটা দুর্দান্ত করেছিল ভারতীয় দল। নাগপুরে প্রথম টেস্ট ম্যাচে অজিদের ইনিংস ও ১৩২ রানে হারিয়েছিল রোহিত শর্মার দল। এরপর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামেও অব্যাহত ছিল জয়ের ধারা। ভারতীয় স্পিনারদের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল অস্ট্রেলীয় ব্যাটিং। ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়ে ২-০ ফলে এগিয়ে যায় রোহিত-বিরাটরা।

IND vs AUS

তবে এরপার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্টে অজিদের সামনে ভেঙে পড়ে ভারতীয় দল। প্রথম দুটি টেস্টে জেতার পর আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামলেও সেই ম্যাচে ৯ উইকেটে হারতে হয় রোহিতদের। এ দিন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ দিন দলে একটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। টুইটারে তা নিয়েও নেটিজেনদের আলোচনা দেখা যায়।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *