IND VS AUS: দিল্লি টেস্টে এই দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামছে রোহিত শর্মা, প্রিয় বন্ধু সহ এই ৩ জনকে দেখাবেন বাইরের পথ !! 1

ক্রিকেট ইতিহাসের সব থেকে পুরোনো এবং ঐতিহ্যশালী ফরম্যাট হলো টেস্ট ফরম্যাট। এই ফরম্যাটে খেলার স্বপ্ন প্রতিটা ক্রিকেটার দেখেন কারণ একজন ক্রিকেটারের আসল ক্রিকেটীয় পরীক্ষা হিসাবে টেস্ট ফরম্যাটকেই মনে করা হয়ে থাকে। টেস্ট ফরম্যাটে একজন ক্রিকেটারকে পারফর্ম করার জন্য যেমন টেকনিক্যালি ভালো পারফর্মেন্স করতে হয় ঠিক তেমনি মানসিক প্রস্তুতিটাও সম্পূর্ণ রূপে সেরে রাখতে হয় যাতে করে তারা দীর্ঘ্য সময় ধরে ক্রিকেটের ময়দানে নিজেদের সেরা পারফর্মেন্স করে যেতে পারেন। তরুণ ক্রিকেটারদের টেস্ট ফরম্যাটে আরো বেশি করে আগ্রহ ফেরানোর জন্য বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো রোমাঞ্চকর প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এর ফলে তরুণ ক্রিকেটাররাও টেস্ট ফরম্যাটের প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে চলেছে সে কথা বলাই যেতে পারে।

Ind vs aus

ভারতীয় দল এই বছর তাদের প্রথম সিরিজ খেলছে ঘরের মাটিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই টেস্ট সিরিজ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই টেস্ট সিরিজের ফলাফলের ওপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা তাদের সামনে খুলে যেতে চলেছে। এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় দল নাগপুরের মাটিতে মাত্র ৩দিনের মধ্যে অস্ট্রেলিয়া দলকে পরাস্ত করে ফেলেছে। এই টেস্টে ভারতীয় দল যেমন ব্যাট হাথে অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছেন ঠিক তেমনি বোলিং বিভাগ নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে অস্ট্রেলিয়া দলকে দুরমুশ করে দিয়েছে। এর পরের টেস্ট হতে চলেছে ভারতীয় রাজধানী দিল্লির ময়দানে এবং এই টেস্টে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে বলেই মনে করা যাচ্ছে। আমরা এখানে এমন ৩টি কারণ নিয়ে আলোচনা করবো যে পরিবর্তন গুলো ভারতীয় দল আগামী টেস্টে দলে বদল করতে পারে বলে মনে করা যাচ্ছে।

কেএল রাহুলের পরিবর্তে শুভমান গিল

kl rahul and shubman gill

ইদানিং সময়ে ভারতীয় দলে ওপেনিং ব্যাটিং পসিশন সব সময় নড়বড়ে বিষয়বস্তু। ভারতীয় দলে ইদানিং সময়ে টেস্ট ফরম্যাটে ওপেনিং জুটি হলেন অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক কে এল রাহুল। এই দুই ডানহাতি ব্যাটসম্যান দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে অংশগ্রহন করেছেন এবং ভারতীয় দলের হয়ে একাধিক রেকর্ড তৈরি করেছেন। কিন্তু বর্তমানে অধিনায়ক রোহিত শর্মা ভালো ফর্মে থাকলেও তার ওপর পার্টনার কে এল রাহুল (KL Rahul) ইদানিং একেবারেই ছন্দে নেই সে কথা বলা যেতেই পারে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাতে তিনি ব্যাট হাতে একেবারেই নিজের পারফর্মেন্স করে দেখাতে পারেননি। চোট সারিয়ে ক্রিকেট মাঠে ফিরলেও কে এল রাহুলের সেই পরিচিত ব্যাটিং ভঙ্গিমা একেবারেই ক্রিকেট প্রেমীদের মনে আনন্দ জোগাতে পারেনি। এর পরিবর্তে তার জায়গাতে দলে শুভমান গিলকে (Shubman Gill) অবশ্যই সুযোগ দেওয়া যেতে পারে। কারণ তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান ইতিমধ্যেই ক্রিকেটের ৩টি ফরম্যাটেই অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেট ইতিহাসে তারকা ব্যাটসম্যানদের পশে নিজের জায়গা করে নিয়েছেন। টেস্ট ফরম্যাটেও শুভমান গিল বেশ কিছু ভালো পারফর্মেন্স করে দেখিয়েছেন। তাই আশা করা যাচ্ছে আগামী টেস্টে তিনি রাহুলের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *