IND vs AUS: ওয়াসিংটন-জিতেশের দুর্দান্ত ব্যাটিং, সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া !! 1

ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। হোবার্টে অনুষ্ঠিত হওয়া ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালো ভারতীয় দল। আজকের ম্যাচে টস জেতেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দল দ্রুত উইকেট হারিয়ে ফেলতে থাকে। প্ৰথম ওভারে ট্রেভিস হেডের (Travis Head) উইকেট ছিল টিম ইন্ডিয়ার লক্ষীলাভ। টি-টোয়েন্টি দলে কামব্যাক করে হেডকে প্যাভিলিয়নে ফেরান অর্ষদীপ। ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন হেড। তৃতীয় ওভারেই অর্ষদীপের বলে উইকেট হারিয়ে ফেলেন জস ইংলিশ।

বরুণ চক্রবর্তীর বলে মিচেল মার্স (১১) ও মিচেল ওয়েন (০) রানে উইকেট হারিয়ে ফেলেন। অস্ট্রেলিয়ার হয়ে অনবদ্য ব্যাটিং করেন টিম ডেভিড (Tim David)। ৩৮ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড। পাশাপশি, মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান বানিয়েছিল। ভারতীয় দলের কথা বলতে গেলে, অর্ষদীপ সিং সর্বোচ্চ ৩টি, বরুণ চক্রবর্তী ২টি ও শিবম দুবে ১টি উইকেট পান। রান তাড়া করতে এসে অভিষেক শর্মা (Abhishek Sharma) দুর্দান্ত সূচনা দেন। ১৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৫ রানের ইনিংস খেলেন।

Read More: অবসর ঘোষণা করলেন বিরাট কোহলির পরম বন্ধু, ভক্তদের চোখে জলে নিলেন বিদায় !!

দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

Ind vs aus
Suryakumar Yadav | Image: Getty Images

তবে আজকের ম্যাচে আবার রান পাননি শুভমান গিল (Shubman Gill)। ১২ বলে ১৫ রানের ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন তিনি। ক্যাপ্টেন সূর্যকুমার আগ্রাসী ব্যাটিং করলেও ১১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৪ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। তিলক ভার্মা (২৯) ও অক্ষর প্যাটেল (১৭) রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে দলকে জেতানোর গুরুদায়িত্ব ছিল ওয়াসিংটন সুন্দর ও জিতেশ শর্মার উপর। ওয়াসিংটন সুন্দর অস্ট্রেলিয়ার মাটিতে আবার নিজের ব্যাটিং প্রতিভা দেখালেন। ব্যাট হাতে, ২৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাশাপাশি দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরে আসা জিতেশ শর্মা ১৩ বলে ৩টি চারের বিনিময়ে ২২ রান বানান। ৯ বল বাঁকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

Read Also: “শাড়ি পড়ে নাচ করো…” তৃতীয় ম্যাচেও ব্যার্থ শুভমান গিল, সমাজ মাধ্যমে হলেন ট্রোল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *