IND vs AUS: ২০০৪ সালে ভারতের মাটিতে শেষবার টেস্ট ম্যাচ জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর কেটে গিয়েছে প্রায় দুই দশক। সাফল্য অধরাই রয়ে গিয়েছে অস্ট্রেলিয়া দলের কাছে। রিকি পন্টিং (Ricky Ponting), মাইকেল ক্লার্ক (Micheal Clarke), স্টিভ স্মিথরা (Steve Smith) যা পারেন নি অধিনায়ক হিসেবে সেই স্বপ্নটাই পূরণ করতে চান প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জিততে চান অজি দলের নতুন অধিনায়ক। দলের এক নম্বর ব্যাটিং অস্ত্র স্টিভ স্মিথ ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ভারতে টেস্ট সিরিজ জিতলে তা অ্যাসেজ জেতার থেকেও বেশী আনন্দদায়ক হবে তাঁর কাছে। ২০১৭ সালে পুণেতে একটি টেস্ট জিতেছিলো অজিরা। নায়ক হয়েছিলেন স্টিভ ও’কিফ। সিরিজ যদিও হারতে হয়েছিলো অজিদের। এবার ফর্ম সাথে নিয়ে ভারতে এসেছে ক্যাঙারুবাহিনী। নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজ দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে তারা। উপমহাদেশেও কামিন্সের দল সাম্প্রতিক কালে ভালো পারফর্ম করেছে। পাকিস্তানে সিরিজ জিতেছে। শ্রীলঙ্কার ঘূর্ণি পিচে সিরিজ ড্র রেখে দেশে ফিরেছে। ভারতকে হারাতে স্পিন অস্ত্রেই জোর দিচ্ছেন লাবুশেন’রা। দলে জায়গা করে নিতে পারেন তিন প্রথম সারির স্পিনার। নাথান লিয়ঁ (Nathan Lyon) থাকছেনই। সাথে জুড়ে দেওয়া হতে পারে অ্যাস্টন অ্যাগার (Aston Agar) এবং মিচেল সোয়েপসন’কে (Mitchell Swepson)। পার্ট-টাইম স্পিনার হিসেবে থাকবেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), ট্র্যাভিস হেড (Travis Head) এবং স্টিভ স্মিথ (Steve Smith)।
IND vs AUS টেস্ট ম্যাচের সময়সূচী-
বর্ডার–গাওস্কর ট্রফি– প্রথম টেস্ট
স্থান– বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম, নাগপুর, মহারাষ্ট্র।
তারিখ– ৯ ফেব্রুয়ারী-১৩ ফেব্রুয়ারী
সময়– সকাল ৯:৩০ (ভারতীয় সময়)
Vidarbha Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

নাগপুরের স্টেডিয়ামে টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে বল ঘোরার সম্ভাবনা রয়েছে। দেশের মাঠে স্ট্রেলিয়ার জন্য স্পইনের জাল পাতার পথেই হাঁটতে চলেছে ভারতীয় দল। শোনা যাচ্ছে এমনটাই। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) বলতে শোনা গিয়েছে, “দেশের মাঠের সুবিধা সকলেই নেয়। আমরা যখন বাইরে খেলতে যাই, আমরাও তো পছন্দসই পিচ পাই না। আমাদের কথা যখন প্রতিপক্ষ ভাবে না, তবে আমরাই বা ভাবতে যাবো কেন?” নাগপুরের পিচ বরাবরই স্পিন সহায়ক হয়। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টেও কোনো ব্যতিক্রম হবে না। দেশের মাটিতে গত ৩৪টি টেস্টের মধ্যে ২৭টিতে জিতেছে ভারত। হেরেছে মাত্র ২টিতে। এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারে পিচ। নাগপুরের লাল মাটির পিচে শুরু থেকেই বল টার্ন করার সম্ভাবনা। তবে প্রথম তিনদিন ব্যাটাররাও সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে। ভারতকে ভরসা দিচ্ছে নাগপুরের মাঠে তাদের সাম্প্রতিক পারফর্ম্যান্স। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাঠে ২০ উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনাররা। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ৮টি এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৫ টি উইকেট নিয়েছিলেন। স্পিন আক্রমণে খু পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। তাদের দলে রয়েছেন নাথান লিয়ঁ। গত বছরে ৪৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে লিয়ঁ’র পরিসংখ্যানও বেশ ভালো।
Nagpur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

৯ থেকে ১৩ ফেব্রুয়ারী অব্দি চলার কথা বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট ম্যাচটি। এই পাঁচদিনেই আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পাঁচদিনই ৩২ থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। পাঁচদিনেই বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই। শনিবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারী সর্বোচ্চ ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইতে পারে। টেস্টের বাকি চারদিন হাওয়ার গতিবেগ ৬ থেকে ৮ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ২৯%-এর মধ্যে থাকতে পারে। কোনোরকম প্রাকৃতিক বাধা ছাড়াই জমজমাট একটি ম্যাচ দিয়ে ভারতের মাটিতে ৬ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফির বোধন হওয়ার সম্ভাবনা।
ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান-

সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য রয়েছে ভারতেরই। ২০১৭ সালে দেশের মাটিতে অজিদের ২-১ ফলে হারিয়েছিলো ভারত। ২০১৮-২০১৯ মরসুমে অস্ট্রেলিয়ার মাঠে অজিদের চূর্ণ করে ২-১ ফলে সিরিজ জিতেছিলো বিরাট কোহলির ভারতীয় দল। এরপর ২০২০-২০২১ মরসুমে প্রথম টেস্টে হেরেও ঘুরে দাঁড়িয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ বিরাট না থাকায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতান অজিঙ্কা রাহানে। তবে পরিসংখ্যান বলছে মুখোমুখি লড়াইতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়াই। দুই দল এখনও অব্দি ১০২ টেস্টে একে অপরের মোকাবিলা করেছে। ভারত জিতেছে ৩০টি। অস্ট্রেলিয়া জিতেছে ৪৩টি ম্যাচ। অমীমাংসিত রয়েছে ২৮টি টেস্ট। ঘরের মাঠে ভারত জিতেছে ২১টি টেস্ট। অজিরা জিতেছে ৩০টি। ভারত অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯টি টেস্টে। এক্ষেত্রেও খানিক এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ভারতের মাটিতে ১৩বার পরাজিত করতে পেরেছে তারা। তবে ২০০৪ সালের পর থেকে এই দেশে সিরিজ জয়ের স্বাদ পায় নি অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ-

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল সোয়েপসন, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজেলউড, নাথান লিয়ঁ।