Gautam gambhir-will-soon-return-to-england, team india
Gautam Gambhir | Image: Getty Images

হীরা চিনতে ভুল করেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর থেকে সমালোচনার পাত্র হয়ে উঠেছেন গৌতম গাম্ভীর নেতৃত্বে সাদা বলের ফরমেটে ভারতীয় দল বেশ ভালো প্রদর্শন দেখাচ্ছে। এখনো পর্যন্ত শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ায় সিরিজ হারা ব্যতীত ভারতীয় দল প্রতিটি সাদা বলে সিরিজ জয় করেছে। এমনকি চ্যাম্পিয়ন ট্রফি ও এশিয়া কাপে অপরাজিত ভাবে ভারত শিরোপা অর্জন করেছে এই সাফল্যের পিছনে অন্যতম অবদান হেড কোচ গম্ভীরেরও। তবে টেস্ট ক্রিকেটের গল্পটা ভিন্ন। ভারত কেবলমাত্র দুর্বল বাংলাদেশ ও দুর্বল ওয়েস্ট ইন্ডিজকেই পরাস্ত করেছে। ঘরের মাঠেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এই পরাজয়ের পর গৌতম গম্ভীরকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ প্রশ্ন উঠেছিল। বিশেষ করে দল নির্বাচন নিয়ে গম্ভীরকে সমালোচিত হতে হয়েছে বারবার।

হীরা চিনতে ভুল করেননি গম্ভীর

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

তবে গম্ভীর যে খেলোয়াড় চিনতে ভুল করেননা তার বারবার প্রমাণ তিনি দিয়েছেন। গম্ভীর জামানায় ভারতীয় টি-টোয়েন্টি দলে সঞ্জু স্যামসন ওপেনিংয়ে সুযোগ পেয়ে টি-টোয়েন্টি দলে পাকাপাকি জায়গা পেয়ে গিয়েছেন। তাছাড়া, ইংল্যান্ডে ওয়াসিংটন সুন্দরকে খেলানোর পিছনে বড় ভূমিকা গম্ভীরেরই ছিল। এমনকি, ভারতীয় দলে থাকা হার্ষিত রানার (Harshit Rana) নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। ২০২৪ সালের আইপিএল রানা আইপিএলের মধ্যে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন সেই সময় নাইট রাইডার্স দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তারপরে তিনি ভারতীয় দলের প্রধান খোঁজ হয়েছেন যে কারণে ভক্তদের ধারণা গম্ভীরের কারণেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন রানা। তবে, সেই রানাকে নিয়ে সমালোচনা থাকলেও তিনি একাধিক ভালো প্রদর্শন দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই ৬৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন।

Read More: বিরাটের আশীর্বাদ নিয়ে বিপাকে পড়লেন বাঙালি যুবক, টানতে হচ্ছে জেলের ঘানি !!

নিজেকে প্রমাণ করলেন হার্ষিত রানা

হীরা চিনতে ভুল করেন না গৌতম গম্ভীর, হাতে কলমে প্রমান পাচ্ছে টিম ইন্ডিয়া !! 1
Harshit Rana | Image: Getty Images

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে অভিষেক হয়েছিল হার্ষিত রানার। তারপর, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শিবম দুবের মাথায় চোট পাওয়ার কারণে বোলিং ইনিংসে কনকাশন সাবস্টিটিউট হিসাবে অভিষেক করেছিলেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেই ওডিআই সিরিজে অভিষেক করেন হার্ষিত। দ্রুত ৩ ফরম্যাটেই অভিষেক করেন হার্ষিত রানা। রানা এখনো পর্যন্ত দেশের হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন বছর ২৪ এর এই খেলোয়াড় ২ টি টেস্ট, ৯ টি ওডিআই ও ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২ টেস্টে রানা তুলে নেন ৪ উইকেট, ৫ টি-টোয়েন্টিতে রানা তুলে নেন ৫ উইকেট ও ৯ ওডিআই ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন। এমনকি রানা ব্যাট হাতেও কার্যকর ভূমিকা পালন করেছেন। ওডিআই ফরম্যাটে ১২৮ স্ট্রাইক রেটে ৪১ রান করেছেন এবং টি-টোয়েন্টিতে ১১৭ স্ট্রাইক রেটে ৪৮ রান বানিয়েছেন।  তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তিনি জাতীয় দলে খেলার যোগ্য।

Read Also: স্মৃতি মন্ধনার সঙ্গে সম্পর্কের দোলাচলের মাঝেই সপরিবারে দেশ ছাড়লেন পলাশ, বাড়ছে জল্পনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *