বিরাট কোহলির প্রিয়পাত্র’কে না-পসন্দ হার্দিক-রোহিতের ! অল্প বয়সেই আন্তর্জাতিক কেরিয়ার হবে শেষ !! 1

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চলতি বছরে দুর্দান্ত ক্রিকেট খেলছে। শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে ৩-০ ফলে উড়িয়ে দিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ নিউজিল্যান্ডের বিপক্ষেও অব্যাহত ছিলো ভারতের জয়যাত্রা। ‘মেন ইন ব্লু’র অশ্বমেধের ঘোড়ার সামনে দাঁড়াতেই পারে নি কিউইরা। তিন ম্যাচের ODI সিরিজ বিনাবাধায় ঝুলিতে পুরে নিয়েছে ভারত। টি-২০তে সিনিয়র ক্রিকেটারদের বাইরে রাখার নীতি গ্রহণ করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্ব। দলের রাশ হাতে পেয়ে হার্দিক বুঝিয়েছেন আগ্রাসী নীতি থেকে সরছেন না তিনি। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড দুই দলের বিরুদ্ধেই চাপের পরিস্থিতিতে স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রেখে সিরিজ জিতে নিয়েছে তরুণ ভারতীয় দল। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই শুভমান গিল, উমরান মালিকদের মত নতুন মুখকে সুযোগ দিয়ে দেখতে চাইছে ‘টিম ইন্ডিয়া।’ রাশি রাশি নবীন প্রতিভার ভীড়ে হারিয়ে যাচ্ছেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। মাত্র ৩২ বছরেই আন্তর্জাতিক আঙিনা থেকে বিস্মৃত হওয়ার মুখে তিনি।

হার্দিকের দলে ঠাঁই নেই হর্ষলের-

Harshal Patel | image: twitter
Harshal Patel was not selected for the series against New Zealand

ডেথ ওভার স্পেশ্যালিস্ট হিসেবে সুনাম অর্জন করেছিলেন হর্ষল (Harshal Patel)। মূলত আইপিএলের আঙিনায় তাঁর পারফর্ম্যান্স নজর কেড়ে নিয়েছিলো ক্রিকেটবিশ্বের। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে এক মরসুমে ৩২ উইকেট নিয়ে নয়া রেকর্ড গড়েছিলেন তিনি। ডোয়েন ব্র্যাভোর সাথে এক আইপিএল মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বছরের প্রথম টি-২০ সিরিজে তাঁকে দলে রেখেছিলো ভারত। কিন্তু একটির বেশী ম্যাচ খেলান নি হার্দিক পান্ডিয়া। অর্শদীপ সিং চোট পাওয়ায় লঙ্কাবাহিনীর বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি খেলেছিলেন হর্ষল। দুই উইকেট পেলেও রান খরচ করেন অনেক। সেই জন্যই আর তাঁকে জায়গা দেন নি অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও কোচ রাহুল দ্রাবিড়। নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে তাঁকে বাদই দিয়ে দেয় চেতন শর্মার নেতৃত্বাধীন নয়া নির্বাচক কমিটি।

রোহিতের দলেও জায়গা নেই হর্ষলের-

Harshal Patel | image: Twitter
Harshal Patel is not among Rohit Sharma’s go to bowlers

কেবলমাত্র হার্দিক পান্ডিয়া নয়, হর্ষল’কে সুযোগ দেওয়ার বিপক্ষে রোহিত শর্মাও। গত বছর রোহিতের (Rohit Shamra) অধিনায়কত্বেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন হর্ষল। কিন্তু দুই ম্যাচের পরেই মোহভঙ্গ হয়েছিলো ‘হিটম্যানের।’ বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি গায়ে দুরন্ত পারফর্ম্যান্স করলেও ভারতীয় দলের হয়ে ব্যর্থতা সঙ্গী হয়েছিলো হর্ষলের (Harshal Patel)। দক্ষিণ আফ্রিকা সিরিজেও একটিও উইকেট জোটে নি তাঁর। তাই বাধ্য হয়েই বাইরের রাস্তা দেখান রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে হর্ষল অস্ট্রেলিয়া গেলেও একটিও ম্যাচে খেলার সুযোগ পান নি তিনি।

প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন হর্ষল-

Harshal Patel | image: twitter
Harshal Patel is losing his place in team India

আগামীর কথা ভেবে নতুন মুখেদের জাতীয় দলে সুযোগ দেওয়ার পথে হাঁটছে ভারতীয় দল। সেই জন্যই উমরান মালিক, মহম্মদ সিরাজ, শিভম মাভি, অর্শদীপ সিংদের জায়গা দেওয়া হচ্ছে নিয়মিত। বাকি পেসারদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন হর্ষল (Harshal Patel)। উমরান মালিকের গতির জন্য তাঁকে পছন্দ করছেন রোহিত এবং হার্দিক (Hardik Pandya) নিয়মিত উইকেট পাচ্ছেন তিনি। আবির্ভাবেই সাড়া ফেলেছেন অর্শদীপ, শিভপম মাভির মত তরুণ তারকাও। এত তরুণ মুখের ভীড়ে ৩২ বছরের হর্ষল হারিয়ে যাচ্ছেন। আগামী আইপিএল হয়ত তাঁর সামনে শেষ সুযোগ নিজের জাত চেনানোর। না হলে চিরতরে হয়ত জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে তাঁর সামনে।

Read More: Team India: শুভমান গিলকে সপাটে চড় ইশান কিষাণের, জুতো পরে বিছানায় দিলেন ঝাঁপ !! ভিডিও ভাইরাল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *