Hardik pandya hugs mohit sharma after his blunder in Ipl final

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল এবছর ফাইনালে (IPL FINAL) গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস দুই দল হয়েছে মুখোমুখি। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০ বলে ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান গিল (Shubman Gill)। পাশাপাশি ৩৯ বলে ৫৪ রান বানান ঋদ্ধিমান সাহা (Wriddhinan Saha) তবে, গতকাল গুজরাতের হয়ে সেরা নকটি খেললেন সাই সুদর্শন (Sai Sudarshan)। ৪৭ বলে ৮ টি চার ও ৬ টি ছক্কা হাঁকিয়ে ৯৬ রান করলেন তিনি এবং পথিরানার বলে আউট হন তিনি। অন্যদিকে ১২ বলে ২২ রান করে নট আউট থেকে হার্দিক ২০ ওভারে ২১৪ রানে পৌঁছে দেয়।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

জবাবে ব্যাটিং করতে এসে ওপেনার ঋতুরাজ এবং কনওয়েকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছিল। ১৬ বলে ২৬ রান করেন ঋতুরাজ, ২৫ বলে ৪৭ রান করেন কনওয়ে। ১৩ বলে ২৭ রান করে মোহিত শর্মার বলে প্যাভিলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে প্যাভিলিয়নে ফেরেন অম্বতি রাইডু এবং আজ খাতা খুলতে ব্যার্থ হন ধোনি। তবে , ২১ বলে ৩২ রান করেন শিভম দুবে ও ফিনিশিং টাচটি দেন রবীন্দ্র জাদেজা। ৬ বলে ১৫ বানিয়ে পাঁচবারের জন্য ট্রফি জিতে নিলো CSK। ম্যাচের সেরা হন ডেভন কনওয়ে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস

Ravindra Jadeja
Ravindra Jadeja

গতকাল দলগত ভাবে বেশ দুর্দান্ত পারফরমেন্স দেখায় চেন্নাই সুপার কিংস। তবে গতকাল শেষ ওভার পর্যন্ত খেলা টিকেয়ে রেখেছিল মোহিত শর্মা। তিনি শেষ ওভারে ডিফেন্ড করতে এসেছিলেন ১৩ রানের, যেখানে প্রথম বলটি তিনি শিভম দুবেকে ডট দিয়েছিলেন। পরবর্তী তিনটি বলে তিনটি সিঙ্গেল দেন তিনি। আর তখন স্ট্রাইকে ছিলেন রবীন্দ্র জাদেজা ও শেষ দুই বলে চেন্নাইয়ের জিততে গেলে প্রয়োজন ছিল ১০ রানের। ঠিক তখনই ইয়র্কার মারার চেষ্টায় একেবারে জাদেজার ব্যাটের গোড়ায় বলটি দিয়ে ফেলেন তিনি আর জাদেজা সেটিকে সোজা ছক্কা হাঁকিয়ে দেন।

পরবর্তী বলে অর্থাৎ ইনিংসের শেষ বলে প্রয়োজন ছিল চার রানের, যেখানে তিনি জাদেজার পায়ে টিক করে বোলিং করার চেষ্টা করছিলেন। কিন্তু দিশাহীন বোলিং করেন মোহিত এবং সেটিকে ফাইন লেগ দিয়ে চার মারেন জাদেজা ও চেন্নাইয়ের হয়ে পঞ্চম ট্রফি সুনিশ্চিত করেন।এরপর, মোহিত শর্মা একেবারে ভেঙে পড়েন এবং তাকে সান্তনা দিতে ছুটে আসেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তাকে জড়িয়ে ধরে দেন সান্তনা। হার্দিকের এই চরিত্র বেশ হয়েছে ভাইরাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *