বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ (IPL 2023)। এই আইপিএলে বেশ দুর্দান্ত পারফরমেন্সের পর ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। গতবছর চ্যাম্পিয়ন হওয়ার দৌলতে আজকে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা ছিল যেকারনে দুই দল হয়েছে মুখোমুখি। তবে, আজকে খেলার আগেই হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টির কারণে এখন বন্ধ রয়েছে খেলা। আপাতত দুই দল এই সিজিনে দুইবার মুখোমুখি হয়েছে যেখানে প্রথম ম্যাচে চেন্নাইকে পরাজিত করেছিল গুজরাত এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত করেছে গুজরাতকে এবং পৌঁছে গেছে ফাইনালে তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে গুজরাত।
ম্যাচটি যদি ১২.০৬ এ শুরু হয় তাহলে ৫ ওভারের একটি ম্যাচ হতে পারে। যেখানে ২০ ওভারের ম্যাচের জন্য, ম্যাচটি যে কোনও পরিস্থিতিতে ৯.৩৫ এ শুরু হতে হবে। এমনকি যদি ৫ ওভারের ম্যাচও না হয়, তাহলে পরের দিন রিজার্ভ ডে তে হবে খেলা। অর্থাৎ ২৯ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। অন্যদিকে, রিজার্ভ ডেতেও ম্যাচ না হলে ট্রফি ভাগাভাগি হবে গুজরাট ও চেন্নাইয়ের মধ্যে। কারণ প্লে-অফ ও কোয়ালিফায়ারে নিয়ম ছিল যে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট টেবিলে যে দল এগিয়ে থাকবে তারাই এগিয়ে যাবে। তবে, ফাইনালে ট্রফি হবে শেয়ার। আপাতত, আজকে বৃষ্টি থামার নিচ্ছে না কোনো নাম, কালকে খেলা হওয়ার রয়েছে খুবই সম্ভাবনা।