“বহোত সারা প্যায়ার…” শচীনকে জন্মদিনে বললেন শুভমান, ভিডিও সামনে আসতেই তুমুল হইচই নেটমাধ্যমে !! 1

আজ অর্থাৎ ২৪ এপ্রিল ৫০ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী শচীন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের মাটিতে ক্রিকেট অভিষেক হয়েছিলো তাঁর। এরপর থেকে ২৪টা বছর দেশের জার্সির ওজন বয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটকে পৌঁছে দিয়েছেন আলাদা উচ্চতায়। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন। গড়েছেন নতুন রেকর্ড। আস্তে আস্তে রানের এভারেস্টের দিকে অগ্রসর হয়েছেন তিনি। স্থায়ী জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়। নইলে কি আর অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভক্ত ব্যানারে লেখেন, “ওহে তোমার যত পাপ করার, তা করে নাও শচীন ব্যাটিং করার সময়। কারণ স্বয়ং ঈশ্বরও সেই সময় শচীনের ব্যাটিং দেখতে ব্যস্ত।”

বাইশ গজে একের পর এক মাইলস্টন ছুঁয়েছেন ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে। টেস্ট ক্রিকেটে করেছেন ১৫৯২১ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন ২০০ টেস্ট। একদিনের খেলায় তাঁর রান সংখ্যা ৪৬৩ ম্যাচে ১৮৪২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজারের বেশী রান’কে ব্যাখ্যা করতে গেলে ‘অবিশ্বাস্য’, ‘অভাবনীয়’ ছাড়া বিশেষণ মাথায় আসে না। শতকের সংখ্যাতেও সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়েছেন শচীন (Sachin Tendulkar)। টেস্টে ৫১ এবং একদিনের ক্রিকেটে ৪৯ মিলিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন ১০০ বার। ক্রিকেট জীবনের পাশাপাশি আজ ব্যক্তিগত জীবনেও এক নয়া মাইলফলক স্পর্শ করলেন ‘ভারতীয় ক্রিকেটের ঈশ্বর।’ জীবনের বাইশ গজে অর্ধশতক ছুঁলেন তিনি। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। তাঁর সতীর্থ, প্রতিপক্ষ থেকে সাধারণ ভক্ত, সকলেই শ্রদ্ধায় মাথা নত করছেন আজ। এরই মধ্যে একটি বিশেষ শুভেচ্ছাবার্তা নজর কেড়ে নিলো নেটদুনিয়ার।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শচীন-

Sachin and Sourav | শচীন | image: twitter
Birthday wishes flow for Sachin Tendulkar as he turns 50

পঞ্চাশে পা দিয়েছেন শচীন। তা নিয়ে হইচই চলছে ক্রিকেটমহলে। ওয়াংখেড়েতে কয়েকদিন আগেই কেক কেটে বিশেষ সেলিব্রেশনে মাতে মুম্বই ইন্ডিয়ান্স। আজ তাঁকে বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থরা। শীর্ষাসন করে শচীনের জন্য শুভেচ্ছাবার্তা রেকর্ড করেছেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। তিনি জানান, “প্রিয় শচীন পাজি, মাঠে সাধারণত আপনি যা বলতেন, তার উল্টোটাই করতাম। আজ উলটো হয়েই আপনাকে পঞ্চশ বছরে পা দেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।” মাঠে শচীনের প্রিয় বন্ধু এবং তাঁর সফলতম ব্যাটিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়’ও (Sourav Ganguly) সোশ্যাল মিডিয়ায় শচীনের সাথে একাধিক ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁর কাছে। রবি শাস্ত্রী, যুবরাজ সিং’রাও শুভ জন্মদিন জানিয়েছেন শচীনকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

কেবল সতীর্থরাই নন্, ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ট্যুইটারে লিখেছেন, “প্রিয় শচীন ১৬৫তম আন্তর্জাতিক অর্ধশতকের জন্য শুভেচ্ছা।” ‘মাস্টার ব্লাস্টারের’ জন্মদিনে তঁর জন্য বিশেষ বার্তা পাঠিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’ও।

“শুভ জন্মদিন…” জানালেন শুভমান-

Shubman Gill | শচীন | image: Twitter
A video of youngster Shubman Gill wishing Sachin Tendulkar on his birthdayhas garnered Twitter’s attention

শচীন কন্যা সারা তেন্ডুলকরের সাথে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমান গিলের (Shubman Gill) প্রেম নিয়ে গুঞ্জন চলে বেশ কিছু সময় ধরে। সমাজমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকি মাঠে দর্শকাসন থেকে শুভমান উদ্দেশ্য করে ‘সারা’র’ নামের স্লোগানও দিয়েছেন বেশ কয়েকজন। তরুণ ক্রিকেটার রান পেলেই শচীন কন্যাকে ঈঙ্গিত করে নানা মিম সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে দেখা যায়। আজ শচীনকে পঞ্চাশতম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও শুভমানের মুখে ‘সারা’র’ নাম? ভিডিও সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে শুভমান। তাঁকে হিন্দীতে বলতে শোনা গিয়েছে, “বহোত সারা প্যায়ার।” এখানে সারা শব্দটির ব্যবহার বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন নেটজনতা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *