“শুভমান গিলের মধ্যেও একই গুণ রয়েছে…” দ্বিশতকের নায়কের মধ্যে সঞ্জয় মঞ্জরেকর খুঁজে পেলেন MS ধোনি’কে !! 1

চলতি বছর দেশের মাঠে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তার প্রস্তুতিটা জমজমাট ভাবেই শুরু করেছে ভারতীয় দল। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো আগেই, কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়েও স্নায়ুযুদ্ধে জয় ছিনিয়ে নিলেন শুভমান গিল, বিরাট কোহলিরা (Virat Kohli)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২ রানে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জিতে নিলো ভারত। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১-০ ফলে। গতকালের ম্যাচটি হার-জিতের উর্দ্ধে উঠে অবশ্য স্মরণীয় হয়ে রইলো শুভমান গিলের (Shubman Gill) জন্য। পাঞ্জাবের তরুণ ওপেনিং ব্যাটার কিউই বোলারদের যাবতীয় আক্রমণ হাসিমুখে সামলে দুরন্ত দ্বিশতরান করে গেলেন। শচীন, শেহবাগ, রোহিত শর্মা এবং ঈশান কিষণের পর পঞ্চম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন শুভমান (Shubman Gill)। একদিনের ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ডাবল সেঞ্চুরিয়ন হলেন তিনি। শুভমানের আগাগোড়া আক্রমণাত্মক ১৯চার এবং ৯ ছক্কায় সাজানো ২০৮ রানের ইনিংসটি ভারতকে ৩৪৯ রানে পৌঁছাতে সাহায্য করে। মাইকেল ব্রেসওয়েলের (Micheal Bracewell) দুরন্ত শতরানের (৭৮ বলে ১৪০) সুবাদে কিউইরা জয়ের কাছাকাছি এলেও শেষ অব্দি স্নায়ুর চাপ সামলে ম্যাচ জিতে নেয় ‘মেন ইন ব্লু।’ ম্যাচের নায়ক শুভমান গিল’কে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন দেশের ক্রিকেটজনতা। তাঁর প্রশংসা করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ টেনে আনলেন ভারতীয় প্রাক্তণী সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)।

শুভমান গিল ও মাহিকে মেলালেন মঞ্জরেকর-

Shubman Gill | image: twitter
Sanjay Manjrekar is in awe of Shubman Gill’s six hitting prowess

গত কয়েক মাসে চোখধাঁধানো ফর্মে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। টেস্ট হোক বা একদিনের ক্রিকেট, নিয়মিত রান এসেছে তাঁর ব্যাট থেকে। আসন্ন বিশ্বকাপে তিনি যে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তা এখনই নিশ্চিত করে বলে দেওয়া যায়। এর আগে উইন্ডিজের বিরুদ্ধে খারাপ আবহাওয়ায় ৯৮ রানে থমকে থাকতে হয়েছিলো। প্রথম ODI শতরান এসেছিলো জিম্বাবুয়ের বিরুদ্ধে। দ্বিতীয় এবং তৃতীয়টি এলো পরপর দুই ম্যাচে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ১১৬ করার পরের ম্যাচেই দুশোর গণ্ডী টপকালেন তিনি। একদিনের ক্রিকেটের কনিষ্ঠতম ডাবল সেঞ্চুরিয়নকে ঘিরে বাঁধভাঙা আবেগে ভাসছেন ভারতীয় সমর্থকেরা। অনেকেই বলছে আগামী দিনে বিশ্বক্রিকেটে রাজ করবেন শুভমান। তাঁর অগণিত ভক্তের তালিকায় নাম লেখালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও (Sanjay Manjrekar)। এমনিতে কঠিন সমালোচক হিসেবে খ্যাতি রয়েছে মঞ্জরেকরের। কিন্তু সেই তিনিও শুভমানে (Shubman Gill) ব্যাটিং-কে ব্যাখ্যা করতে গিয়ে কেবল প্রশংসা ব্যতীত অন্যকিছু মাথায় আনতে পারছেন না। তাঁকে তুলনা করলেন কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে। ম্যাচ চলাকালীনই শুভমানকে নিয়ে একটি ট্যুইট করেন মঞ্জরেকর। লেখেন, “যখন আমি ধোনিকে প্রথম দেখেছিলাম, ও তখন অধিকাংশ সময় সিধে ছক্কা মারত। আমায় বলেছিলো বড় শট খেলার ক্ষেত্রে এই ধারাবাহিকতা ও ধরে রাখবে। (শুভমান) গিলের মধ্যেও সেই একই গুণ রয়েছে। ওকে নিয়েও আমি আশাবাদী।” আগামী শনিবার রায়পুরের শহীন বীর নায়ায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত। শুভমান তাঁর আগুনে ফর্ম ধরে রাখুন, সেই প্রার্থনাতেই এখন মেতে ক্রিকেট দুনিয়া।

দেখে নিন সঞ্জয় মঞ্জরেকরের ট্যুইটটি-

Read More: IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *