টিম ইন্ডিয়াতে ‘নোংরা রাজনীতি’ শুরু করেছে গম্ভীর, নিজের শিষ্য দিয়ে ভরছে দল !! 1

Gautam Gambhir: গৌতম গাম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে তার উপরে বর্ণ বৈষম্যের অভিযোগ উঠেছে। আসলে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীর দায়িত্ব পাওয়ার পর থেকে ভারতীয় দলে তরুণ খেলোয়াড়দের বেশ সুযোগ দিতে দেখা যাচ্ছে। আগে সিনিয়র খেলোয়াড়দেরই বেশি প্রশ্রয় দিত বিসিসিআই, তবে গাম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ বানানোর পর থেকে জাতীয় দলের গতিবিধি একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়াতে দেখা গেল একাধিক পরিবর্তন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্তির পরেই ভারতীয় দলের অধিনায়কের পরিবর্তন দেখা গিয়েছে, রোহিত শর্মার অবর্তমানে বারবার দলকে সামাল দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হওয়ার পরেই তার পছন্দের পাত্র সূর্যকুমার যাদবকে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।  এখানেই শেষ নয়,  গম্ভীরকে নিজের পছন্দের খেলোয়াড়দের আগে সুযোগ দিতে দেখা গিয়েছে।

Read More: CT 2025: ফাঁস হলো চ্যাম্পিয়ন্স ট্রফির চার সেমিফাইনালিস্টের নাম, ঠাঁই হলো না আয়োজক পাকিস্তানের !!

‘নোংরা রাজনীতি’ শুরু করেছে গম্ভীর

rishabh-to-succeed-rohit-as-captain, gambhir
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

ঠিক তেমনটাই  আবার দেখা গেল বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। বাংলাদেশের বিরুদ্ধে, ভারতীয় দলে যারা সুযোগ পেয়েছেন তারা বেশিরভাগ আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস দলের সদস্য ছিলেন।  ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গম্ভীর এই দুই ফ্রাঞ্চাইজের হয়ে মেন্টরের ভূমিকা পালন করেছিলেন, যে কারণে এই প্লেয়ারদের খুব ভালোভাবে চেনেন গাম্ভীর এবং সেই সূত্র ধরেই জাতীয় দলে তাদেরকে এন্ট্রি দিয়েছেন তিনি।

ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন যিনি গম্ভীরের (Gautam Gambhir) খুবই পছন্দের একজন খেলোয়াড়। বিভিন্ন সাক্ষাৎকারে সঞ্জুকে নিয়ে ভূয়সী প্রশংসা করতে দেখা যেত গাম্ভীরকে। তাছাড়া দলে রবি বিষ্ণু ও মায়াঙ্ক যাদবকে সুযোগ দেওয়া হয়েছে যারা ২০২১ সাল থেকেই লখনৌ দলের অংশ ছিলেন। গম্ভীর তাদেরকে খুব কাছ থেকেই দেখেছেন যে কারণে তাদের দুজনকে এই সিরিজে দেখা যাচ্ছে।  তাছাড়া কলকাতা নাইট রাইডার্স দলের রিঙ্কু সিং (Rinku Singh), হার্ষিত রানা (Harshit Rana) ও বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়েছে, রিংকু নিজের যোগ্যতায় সুযোগ পেলেও বরুণ চক্রবর্তী ও হার্ষিত রানাকে গম্ভীরের কারণেই দলে সুযোগ দেওয়া হয়েছে তা নিয়ে কোনো সন্ধেও নেই।

Read Also: Gautam Gambhir: প্রেমে বুঁদ গম্ভীর-কোহলি, সমাজ মাধ্যমে ভাইরাল অন্তরঙ্গের মুহূর্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *