gambhir-forces-kohli-rohit-to-return

অপেক্ষার আর দিনকয়েকের। আসন্ন শ্রীলঙ্কা সফরেই নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে এক নয়া যুগের সূচনা করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে রয়েছে টি-২০ সিরিজ। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তিনবার মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ। ২৭, ২৮ ও ৩০ জুলাই রয়েছে ম্যাচ তিনটি। এরপর অগস্টে রয়েছে ওডিআই সিরিজ। ২, ৪ ও ৭ তারিখ-পঞ্চাশ ওভারের দ্বৈরথে মুখোমুখি হবে দুই দেশ। কোনো সিনিয়র দলের হেড কোচ হিসেবে এই প্রথম দায়িত্ব সামলাতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেমন ভাবে তিনি দল সাজান, কাদের সাথে নিয়ে শ্রীলঙ্কা উড়ে যান তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিলো বিস্তর জল্পনা। অবশেষে সেই ধোঁয়াশা খানিক কেটেছে সংবাদমাধ্যমের সৌজন্যে।

৯ জুলাই গম্ভীরের (Gautam Gambhir) নাম কোচ হিসেবে ঘোষিত হওয়ার পরেই স্টার স্পোর্টস তাঁর একটি পুরনো সাক্ষাৎকার ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেখানে নিজের ক্রিকেটদর্শন নিয়ে মুখ খুলেছিলেন তিনি।।তিনি বলেন, “…আপনি যদি তিন ফর্ম্যাট খেলতে গিয়ে আহত হন, তাহলে আপনি ফিরে যান, সেরে উঠুন। কিন্তু তারপরও আপনার তিন ফর্ম্যাটই খেলা উচিৎ। আমি বিশ্বাস করি না, কাউকে টেস্ট বা সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে দাগিয়ে দেওয়ায়…“  রোটেশন পলিসি, ‘হোয়াইট বল বা রেড বল স্পেশ্যালিস্ট জাতীয় শব্দবন্ধে নিজের আপত্তি স্পষ্ট করেন তিনি। জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব পাওয়ার পরেও নিজের সেই অবস্থানই ধরে রাখার পথে হাঁটতে চলেছেন গম্ভীর। বিরাট-রোহিতদের ছুটিতে কাটছাঁট করে ফেরাতে চলেছেন শ্রীলঙ্কা সফরের দলে।

Read More: “ক্যাপ্টেন হার্দিককে চাই…” সোশ্যাল মিডিয়ায় শোরগোল, সমর্থকদের ভোট পাচ্ছেন না সূর্যকুমার !!

বিরাট-রোহিত ফিরছেন ওডিআই সিরিজে-

Virat Kohli and Rohit Sharma | Gambhir | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের ফাইনালের পরেই দিনকয়েকের বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ’র মত সিনিয়র তারকারা। অধিনায়ক রোহিতকে দেখা গিয়েছে ইংল্যান্ডের উইম্বলডন লন টেনিস টুর্নামেন্টে দর্শকাসনে। কোহলিও কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন সেরেই চড়েছিলেন লন্ডনের বিমানে। পুত্রসন্তান অকায়ের জন্মের পর থেকে সেখানেই রয়েছেন তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushkar Sharma)। প্রায় একমাস স্ত্রী-সন্তানদের থেকে দূরে থাকার পর পরিবারের কাছে ফিরেছিলেন তিনি। বোর্ডের তরফে জানা গিয়েছিলো যে আপাতত তাঁদের মাঠে ফেরার কোনো নির্দেশ দেওয়া হবে না। সুযোগ দেওয়া হবে পরিবারের সাথে সময় কাটানোর। কিন্তু গম্ভীরের (Gautam Gambhir) নিয়োগ মোড় ঘুরিয়েছে পরিস্থিতির।

শ্রীলঙ্কা সফরের পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে দেশের মাটিতে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের খেলায় মুখোমুখি হওয়ার কথা ভারতের। তারপর বছরের শেষদিকে উড়ে যাওয়ার কথা অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে অংশ নেওয়ার জন্য। এই গুরুত্বপূর্ণ দ্বৈরথগুলির জন্য কোহলি-রোহিতদের (Rohit Sharma) তরতাজা রাখতে চেয়েছিলো বিসিসিআই। সেই কারনেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজে ছুটি দেওয়ার ভাবনা ছিলো তাঁদের। কিন্তু ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর ধারণায় চরম অবিশ্বাসী গম্ভীরকে (Gautam Gambhir) রাজী করানো যায় নি। তিনি শুরু থেকেই ওডিআই সিরিজের জন্য চেয়েছিলেন কোহলি ও রোহিতের মত দুই সুপারস্টারকে। শেষমেশ তাঁর দাবীই পূরণ হচ্ছে। সংবাদমাধ্যম জানিয়েছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে দেখা যাবে রো-কো জুটি’কে।

Also Read: SL vs IND: শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০’র দল প্রকাশ্যে, ক্যাপ্টেন সূর্যকুমার, বাদের খাতায় হার্দিক-সহ তিন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *