বিশেষ প্রতিবেদন: এই মুহূর্তে ভারতীয় টেস্ট দল দুরন্ত ছন্দে রয়েছে। সদ্য শেষ হওয়া ঘরোয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাটা তার সেরা প্রমাণ। এমন অবস্থায় নির্বাচকরা যে দলে বিশেষ পরিবর্তন আনতে চাইবেন না, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। বুধবার ইংল্যান্ড সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তবে সেখানে বেশ কয়েকজন নতুন মুখের আর্বিভাব ঘটেছে।
ইংল্যান্ড সিরিজের জন্য হার্দিক পান্ডিয়ার দলে জায়গা করে নেওয়াটা সবাইকে চমকে দিয়েছে। এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি ওপেনিংয়ের জন্য বেছে নিয়েছেন গৌতম গম্ভীরকেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি, রঞ্জি মাচে শতরান করেছেন নাইট অধিনায়ক। এই দুজনেই ভারতীয় দলে সুযোগ পেয়ে বেশ খুশি।
তবে এখনও এমন কয়েকজন রয়েছেন যাঁরা ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ঢোকার দাবিদার হলেও সেই সুযোগটা পেলেন না। আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক এমনই পাঁচ ক্রিকেটারের ওপর: