হোবার্টে আজ মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচটিতে অবশেষে টস জিতেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ওডিআই সিরিজের ৩ ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টস হারতে হয়েছে ভারতীয় দলকে। অবশেষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক সূর্য। একাদশে ফেরেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। দলে ফিরতেই অনবদ্য পারফরম্যান্স দেখালেন তিনি। প্রথম ওভারে ট্রাভিস হেড এবং তৃতীয় ওভারে জস ইংলিশকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
একসময় অজি ব্রিগেড খুবই চাপের মধ্যে ছিল। টিম ডেভিড (Tim David) ও মার্কস স্টয়নিসের ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দলের নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ ছিল ১৮৬ রানের। টিম ডেভিড ৭৪ এবং স্টয়নিস ৬৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া দল। ভারতীয় দলের হয়ে তিনটি উইকেট নেন অর্ষদীপ সিং (Arshdeep Singh), দুই উইকেট নেন বরুণ ও এক উইকেট নেন শিবম দুবে।
Read Also: ডিল ফাইনাল, KKR-এ এন্ট্রি নিচ্ছেন গৌতম গম্ভীরের ‘চোখের বিষ’ !!
তৃতীয় ম্যাচে আবার ব্যার্থ শুভমান গিল

জবাবে ব্যাটিং করতে এসে আগ্রাসী সূচনা দেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। অভিষেক ১৬ বলে ২৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অভিষেক আউট হওয়ার পরই উইকেট হারিয়ে ফেলেন শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতে গিল ১২ বলে মাত্র ১৫ রান বানাতেই সক্ষম হয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে সম্পূর্ণরূপে ফ্লপ শুভমান গিল। ওডিআই সিরিজে চরম ব্যার্থতার পর টি-টোয়েন্টি সিরিজেও রান আসছে না গিলের ব্যাট থেকে। তাঁর এই টানা ব্যার্থতার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত লিখেছেন, “জয়সওয়াল – সঞ্জুদের ক্যারিয়ার নষ্ট করছে।” এক ভক্ত লিখেছেন, “বিশ্বকাপ জিততে গেলে ওকে আগে দল থেকে বাদ দাও।” অন্য এক ভক্তের দাবি, “শুভমান গিল কি কোটার প্লেয়ার যে ওকে বাদ দেওয়া যাবে না ?” অন্য এক ভক্ত লিখেছেন, “পিচ কঠিন হলেন প্যান্ট হলুদ হয়ে যায় গিলের।”