IND vs AUS: "রাজা ফিরে এসেছে..." ৭৫ তম শতরান বানিয়ে টুইটারে ট্রেন্ডিং বিরাট কোহলি !! 1

IND VS AUS: অবশেষে প্রায় ৩ বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন রান মেশিন বিরাট কোহলি (Virat Kohli)। ২৮ তম টেস্ট শতরান ও ৭৫ তম আন্তর্জাতিক শতরান বানিয়ে ফেললেন বিরাট। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্বে চতুর্থ টেস্ট খেলার জন্য হাজির হয়েছে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম দুই টেস্টে দুরন্ত প্রদর্শন দেখিয়ে জয়লাভ করে টিম ইন্ডিয়া। এরপর ইন্দোরে তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটিং একেবারে নাজেহাল হয়ে পড়ে ঘূর্ণি পিচে।

প্রথম দুই ম্যাচে কঠিন ব্যাটিং উইকেটে বেশ লড়াই করতে হয়েছে ব্যাটসম্যানদের রান বানাতে। ঘূর্ণি পিচে প্রথম ম্যাচে ২৬ বলে ১২ রান করেন বিরাট। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান কোহলি। দ্বিতীয় টেস্টে কঠিন সময়ে বেশ দারুন ব্যাটিং করেন বিরাট। দিল্লি টেস্টে ৮৪ বলে ৪ টি চার মেরে ৪৪ রান করেন বিরাট এবং দ্বিতীয় টেস্টে ৩১ বলে ২০ করেন তিনি। তৃতীয় টেস্টের কঠিন উইকেটে ২২ বলে ৫২ ও ২৬ বলে ১৩ রান করেন বিরাট।

দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া চতুর্থ টেস্টে বিরাট কোহলিকে বেশ দায়িত্ব নিয়ে খেলতে দেখা যায়। প্রথম থেকে ব্যাটিং করতে এসে বেশ ডিফেন্সিং মনোভাব নিয়ে খেলতে দেখা যাসিসহিল বিরাটকে। ব্যাটিং সহায়ক উইকেট হলেও স্ক্রোক প্লেয়ারদের কাছে কঠিন উইকেট। তবে আজকের ম্যাচে প্রায় ৩ বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন বিরাট। তার ইনিংস জুড়ে ছিল ৫ টি চার। লাল বলের ফরম্যাটে তার এই প্রদর্শন দেখে সমাজ মাধ্যমে বইছে বেশ খুশির জোয়ার।

দেখেনিন টুইট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *