SL VS NZ

অসাধারণ এক টেস্ট ম্যাচের পরিসমাপ্তি ঘটলো। নিউজিল্যান্ড দল তাদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই দুরন্ত টেস্ট ম্যাচে দেখা গেল অসাধারণ এক খেলা , একেবারেই শেষ বলে জানা গেল ম্যাচের বিজেতা। মূলত সাদা বলের ক্রিকেটে এই ধরণের ফিনিশ দেখা যায় কিন্তু আজকের ফিনিশটি একেবারে ছিল অন্যতম সেরা একটি ক্রিকেট ম্যাচ।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

নিউজিল্যান্ড অধিনায়ক টিম সৌদি (TIM SOUTHEE) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে, প্রথমে ব্যাটিং করতে আসেন অধিনায়ক করুনারত্নে ( Dimuth Karunaratne) ও ফার্নান্দো ( Oshada Fernando) , অধিনায়ক ৫০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন , পাশাপাশি কুশল মেন্সডিস (Kusal Mendis) ৮৭ রান করেন এবং ম্যাথিউস (Angelo Mathews) ও ধনঞ্জয় ডি সিলভার (Dhananjaya de Silva) দৌলতে ৩৫৫ রানে পৌঁছে গেল দল প্রথম ইনিংসে। অন্যদিকে নিউজিল্যান্ড দলের হয়ে প্রথম ইনিংসে প্রদর্শন দেখান ড্যারিল মিচেল (Daryl Mitchell), ১০২ রানের দুরন্ত একটি শতরান করেন তিনি এবং উইকেটরক্ষক লাথামের (Tom Latham) ব্যাট থেকে এসেছিলো ৬৭ রান।  দলের প্রথম ইনিংসে রান গিয়ে দাঁড়ায় ১০ উইকেটে ৩৭৩।

শেষ বলে কিউই’দের মিললো জয়

Kane Williamson
Kane Williamson

দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হলে প্রাক্তন লঙ্কান অধিনায়ক এঞ্জেলো মাথিউস এর ব্যাট থেকে দুরন্ত একটি ১১৫ রানের ইনিংস দেখা যায় এবং শ্রীলঙ্কা দল ৩০২ রানে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শেষ করে। কিউ’ই দলকে জিততে গেলে ২৮৬ রান করার প্রয়োজন ছিল। যদিও প্রথম দিনেই উইকেট হারান ডেভন কোনওয়ে (Devon Conway)। শেষ দিনের খেলা শুরু হওয়ার আগে থেকেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তবে বৃষ্টি থামলে প্রাক্তন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ডারেল মিচেলের ব্যাট থেকে এবার রানের বৃষ্টি দেখা যায়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

১৯৪ বলে ১২১ রান করেন কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কাকে জিততে গেলে শেষ ওভারে ৭ রান আটকানোর প্রয়োজন ছিল যেখানে কিউইদের হাতে ছিল ৩ উইকেট। শেষ বলে জিততে ১ রানের প্রয়োজন ছিল। কিন্তু কেন উইলিয়ামসন বলটি মিস করেন এবং তার দৌড়তে শুরু করে দেন। তার দৌড়েই লংকাবাসীদের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং ভারতীয় দল WTC এর ফাইনালে প্রবেশ করে গেল। ভারতের প্রবেশের সাথে সাথে সমাজমাধ্মে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।

দেখেনিন টুইট

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *