বেশ জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL)। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪৬৯ রান বানালো টিম অস্ট্রেলিয়া। তার জবাবে ভারতীয় দল ২৯৬ রানেই গুটিয়ে যায়। পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে গিয়েছে অজি দল। আপাতত ৪ উইকেট হারিয়ে ১২৩ রান বানাতে সক্ষম বলল তারা। ২৯৬ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে, বেশ চর্চার মধ্যে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। আসলে বিগত কয়েক মাস ধরে শুভমান ও সারার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ওভালে দেখা গেল অন্য এক অনন্য দৃশ্য যা দেখার পরে টুইটারে ট্রেন্ডিং সারা।
Read More: সারা তেন্ডুলকর অতীত, লন্ডনে শুভমান গিল ‘ডেটে’ গেলেন সোশ্যাল মিডিয়া তারকার সাথে !!
পোস্টার হাতে হাজির ফ্যান্স
আসলে ২০২৩ সালে বেশ দুরন্ত ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। এরপরে প্রচুর ভালোবাসা পাচ্ছেন দর্শকদের থেকে । এছাড়া তাকে নিয়ে ভক্তরা বেশ মজাও লুটছেন। সচিন কন্যা সারাকে নিয়েও নানা হাসির স্লোগান লাগান দর্ষকরা যখন তিনি মাঠে খেলেন। ভারতীয় দলের এই প্রমুখ ব্যাটসম্যান এই টেস্টে কেবল ১৩ রান বানাতে সক্ষম হয়েছেন এমনকি ফিল্ডিং এ একটি সহজ রান আউটের সুযোগ মিস করেন গিল। তবে ওভালের গ্যালারিতে তাকে নিয়ে মুগ্ধ এক তরুণী। বেশ ভাইরাল হয়েছে তার কীর্তি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC FINAL) তৃতীয় দিনে যখন ফিল্ডিং করছে ভারতীয় দল তখন নজরবন্দি হলো এক মুহূর্ত। ক্যামেরা গ্যালারির দিকে ঘুরতেই দেখা যায় এক তরুণী শুভমানকে বিয়ের প্রস্তাব দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেছেন। পোস্টারে লেখা ছিল- ‘আমাকে বিয়ে করো শুভমন…’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ছবি। যদিও এরপর টুইটারে রেশের মুখে পড়তে হয়েছে সারা কে।
দেখেনিন টুইট
The reason why he got out early
— Ad. Ashwin Bhatnagar (@AshwinBhat83791) June 10, 2023
Sara’s Are Finding Her Location 🥲
— Tanya Verma🎈 (@Tanya_Verma69) June 9, 2023
सचिन : अग्गं वेडे 😡
— Bartender (@tenAMclub) June 9, 2023
Sara want her adress
— ♡ Chirag Chauhan 💙🕊️ ♡ (@btwimchirag) June 9, 2023
Cute h ladki ab sara ka kya hoga
— Teena🦋 (@oye_jaatni) June 9, 2023
PS- girl’s name is Sara 😭
(Kidding)
— Atharva Mishra. (@ShikhaMishra86) June 9, 2023