বেশ জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL)। আপাতত দুই দলের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করে ৪৬৯ রানের অসাধারণ একটি রানের পাহাড় তোলে টিম অস্ট্রেলিয়া। তার জবাবে ভারতীয় দল ২৯৬ রানেই গুটিয়ে যায়। পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে গিয়েছে অজি দল। আপাতত ৪ উইকেট হারিয়ে ১২৩ রান বানাতে সক্ষম বলল তারা। ২৯৬ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে, একদিকে যখন ভারতীয় দল তাদের সেরাটা দিয়ে খেলছেন তখন অন্যদিকে, বেশ চর্চার মধ্যে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও সারা। বিগত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছেন ভারতীয় দলের এই ওপেনার ব্যাটসম্যান।
Read More: “আমার বিয়ে করতে…” শেষমেশ শুভমানকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন সারা, করলেন এই মন্তব্য !!
দারুন ছন্দে রয়েছেন শুভমান

২০২৩ সালে বেশ দুরন্ত ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। তার এই অসাধারণ পারফরমেন্সের পর টিম ইন্ডিয়ায় পাকাপাকি ভাবে জায়গা ছিনিয়ে নিয়েছেন গিল। এবছর, তিন ফরম্যাটেই দেশের হয়ে শতরান হাঁকিয়েছেন গিল এমনকি আইপিএলেও ৩ টি শতরান করেছেন গিল। তার এই অসাধারণ ইনিংস গুলির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন এবং সবার প্রিয় হয়েই উঠেছেন। তবে, এই WTC ম্যাচে, খুব বেশি প্রভাব ফেলতে পারলেন না গিল। ভারতীয় দলের এই প্রমুখ ব্যাটসম্যান এই টেস্টে কেবল ১৩ রান বানাতে সক্ষম হয়েছেন এমনকি ফিল্ডিং এ একটি সহজ রান আউটের সুযোগ মিস করেন গিল। তবে ওভালের গ্যালারিতে তাকে নিয়ে মুগ্ধ এক তরুণী। বেশ ভাইরাল হয়েছে তার কীর্তি।
ভাইরাল হলো ছবি
শুধু ব্যাটিং-এ নয়, গিল মুগ্ধতা ছড়িয়ে ওভালের গ্যালারিতেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC FINAL) তৃতীয় দিনে যখন ফিল্ডিং করছে ভারতীয় দল তখন নজরবন্দি হলো এক মুহূর্ত। ক্যামেরা গ্যালারির দিকে ঘুরতেই দেখা যায় এক তরুণী শুভমানকে বিয়ের প্রস্তাব দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেছেন। পোস্টারে লেখা ছিল- ‘আমাকে বিয়ে করো শুভমন…’। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ছবি।
Read More: সারা তেন্ডুলকর অতীত, লন্ডনে শুভমান গিল ‘ডেটে’ গেলেন সোশ্যাল মিডিয়া তারকার সাথে !!
তবে, খেলার কথা বলতে গেলে, ভারতীয় দলকে এই টেস্ট জিততে গেলে কঠোর পরিশ্রম করতে হবে পাশাপাশি শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বাঁকি ব্যাটসম্যানদের লড়াকু প্রদর্শন দেখাতে হবে।