ফের আরেকবার কি চোট হানা দিলো চেন্নাই সুপার কিংস শিবিরে ? গত কয়েকটা ম্যাচে চোটের জন্য মাঠের বাইরে থাকা রায়ডু’র জন্য ম্যাচে ভুগতে হয়েছিল ধোনিদের।এবার কি দলের ছন্দে থাকা বিদেশি ক্রিকেটার ফাফ দু প্লেসিস আক্রান্ত চোটে ? রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর তার পায়ে দেখা গেছিলো আইসপ্যাক।
প্রাক্তন এই সাউথ আফ্রিকান অধিনায়ক এবং শেন ওয়াটসনের দুরন্ত ব্যাটিংয়ের সৈজন্যে গতদিন পাঞ্জাবের বিরুদ্ধে দশ উইকেটে জয় পায় চেন্নাই।একদিকে যখন ওয়াটসন অপরাজিত ৮৩ রানে,ঠিক তখন উল্টো দিকে ৮৭ রানে অপরাজিত দু প্লেসিস।এই দুই ক্রিকেটারের দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স ম্যাচে দুরন্ত জয় এনে দেয় চেন্নাই দলকে।
ম্যাচের পরবর্তী সময়ে মাঠে ওয়াটসনের সঙ্গে দেখা যাচ্ছিলো ফাফ’কে ,তখন তার পায়ে দেখা গেছিলো আইসপ্যাক।ম্যাচের পরবর্তী সময়ে চেন্নাইয়ের তরফে একটা ভিডিও ছাড়া হয়েছিল ইউটিউবে ,সেখানে তা দেখা যায় ।
এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তার মধ্যে রয়েছে চেন্নাই ভক্তরা।তারা আশা করছেন এই চোট যেনো তেমন একটা গুরুতর না হয়।আগামী ৭ ই সেপ্টেম্বর পরবর্তী ম্যাচ খেলতে নামছে চেন্নাই।এবার তারা মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলের।এক্ষেত্রে যদি ফাফ দু প্লেসিসের চোট হয় গুরুতর তাহলে তার পক্ষে ম্যাচে খেলতে নামা কার্যত অসম্ভব।
এবারের আইপিএলে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ফাফ।গত পাঁচ ম্যাচে তার স্কোর যথাক্রমে ৫৮*,৭২,৪৩,২২,৮৭।