IPL 2023: জিতিয়েছেন টি-২০ বিশ্বকাপ, তবুও কেনো এই মহাতারকা ক্রিকেটার’কে দলে নেওয়া নিয়ে ধন্ধে IPL ফ্র্যাঞ্চাইজিগুলি ?? 1

IPL 2023: বেজে গিয়েছে ২০২৩ আইপিএলের দামামা। ইতিমধ্যেই আগামী মরসুমের দল গুছিয়ে নিতে আসরে নেমেছে লীগের দশটি দল’ই। ধারে-ভারে যেন কোথাও কোনো খামতি না থাকে তাইজন্য কোন নতুন খেলোয়াড়’কে নিতে হবে না কাকে ছেড়ে দেওয়া যায়, সেই নিয়ে ইতিমধ্যেই অঙ্ক কষে এগোচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ১৫ নভেম্বর ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’কে(BCCI) তালিকা দিয়ে তারা জানিয়ে দিয়েছে আগামী মরসুমের জন্য নিজেদের আগের বছরের দল থেকে কাদের রাখতে চায় তারা। আর কাদের পাঠাতে চায় আইপিএল নিলামের হাতুড়ির নীচে। আগামী ২৩ ডিসেম্বর কেরালার কোচিতে বসতে চলেছে ‘মিনি’ অকশন। সেই নিলামে যে কয়েকজন ক্রিকেটারের পিছনে একাধিক ফ্র্যাঞ্চাইজি টাকার থলি নিয়ে দৌড়বে ভাবা হচ্ছিলো তার মধ্যে অন্যতম নাম বেন স্টোকস(Ben Stokes)। ইংরেজ অলরাউন্ডার’কে নিয়ে নিলামের লড়াই দেখা যাবে বলে প্রাথমিক ধারণা থাকলেও এখন শোনা যাচ্ছে উল্টো কথা। স্টোকস’কে নিয়ে নাকি আগ্রহ হারিয়েছে দলগুলি। এমনকি অবিক্রিত থেকে যেতে পারেন ইংরেজ মহাতারকা।

ফর্মেই আছেন, IPL-এ সফল স্টোকস-

Ben Stokes | image: gettyimages
MELBOURNE, AUSTRALIA – NOVEMBER 13: Ben Stokes of England celebrates after hitting the winning runs to win the ICC Men’s T20 World Cup Final match between Pakistan and England at the Melbourne Cricket Ground on November 13, 2022 in Melbourne, Australia. (Photo by Graham Denholm-ICC/ICC via Getty Images,)

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ ফাইনালে আরও একবার নিজের জাত চিনিয়েছেন বেন স্টোকস(Ben Stokes)। পাকিস্তান বোলিং যখন ইংরেজদের ওপর চেপে বসেছিলো তখন মাথা ঠান্ডা রেখে ৫২ রানের একটি চমৎকার ইনিংস খেলে দল’কে ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দেন তিনি। আর এটাই প্রথম নয়, এর আগে একদিনের বিশ্বকাপ ফাইনালে করেছিলেন দায়িত্বশীল ৮৪ রান। জিতিয়েছিলেন ট্রফি। অ্যাসেজেও লীডসের মাঠে মাটি কামড়ে সেঞ্চুরি করে দল’কে শেষদিনে জয় এনে দিয়েছিলেন। বড় মঞ্চে দুর্দান্ত সাফল্য স্টোকসের পক্ষে যায়। আইপিএলেও বেশ কিছু স্মরণীয় পারফর্ম্যান্স রয়েছে তাঁর। রাইজিং পুণে সুপারজায়ান্টস(RPSG) এবং রাজস্থান রয়্যালস(RR) দলের হয়ে ৪৩ ম্যাচে প্রায় ১৩৫ স্ট্রাইক রেটে করেছেন ৯২০ রান, নিয়েছেন ২৮ উইকেট। দুটি শতরান’ও রয়েছে তাঁর। সব মিলিয়ে হট প্রপার্টি হতেই পারতেন আইপিএলের ‘মিনি’ অকশনে। এর আগেও বড় অর্থে তাঁকে নিয়েছিলো পুণে এবং রাজস্থান। আরো একবার নিলাম লড়াই দেখার সম্ভাবনা ছিলো। কিন্তু সেই সম্ভাবনা সময়ের সাথে সাথে নিভে যাচ্ছে বলেই খবর।

কেনো স্টোকস’কে নিয়ে আগ্রহ হারাচ্ছে দলগুলি ?

Ben Stokes | image; Twitter
Availability of Ben Stokes can be an issue in IPL 2023.

ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকসের(Ben Stokes) দক্ষতা নিয়ে কারো মনে কোনও সন্দেহ নেই। সম্প্রতি যেভাবে তিনি নিজের দল’কে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন তাতে তাঁকে কুর্ণিশ জানাতেও ভুলছেন না কেউ। কিন্তু তাঁর পিছনে অর্থ খরচ করার আগে ফ্রায়ঞ্চাইজিগুলিকে অনেকবার ভাবতে হবে তা বলাই বাহুল্য। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের আঙিনায় স্টোকসের পারফর্ম্যান্স যা, তাতে তাঁকে নিতে গেলে বিরাট পরিমাণ অর্থ খরচ করতে হবে তা একপ্রকার নিশ্চিত। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটার’রা প্রায়ই মরসুম শুরুর একদম আগে আইপিএল প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেন। ‘মিনি’ নিলামে বিপুল অর্থে ইংরেজ অলরাউন্ডার’কে নেওয়ার পরেও যদি গোটা মরসুম তাঁকে পাওয়া না যায়, তবে সেই অর্থ খরচ বৃথা হয়ে যাবে। সেই আশঙ্কাতেই কোনও ফ্র্যাঞ্চাইজি বেন স্টোকস’কে(Ben Stokes) সই করানোর দিকে নাও হাঁটতে পারে ২৩ ডিসেম্বর আইপিএলে ২০২৩ এর ‘মিনি’ নিলামে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *