ENG vs PAK: টি-২০ বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। ট্রফি জয়ের ম্যাচে এ দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এ দিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দেয় পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৭ রান করে পাকিস্তান। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ১৩৮ রান।
শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড
টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানের বলে রিজওয়ান (১৫) বোল্ড হয়ে ফিরলে ভাঙে দুজনের ২৯ রানের জুটি। রিজওয়ানের বিদায়ের পর তিনে নামা মোহাম্মদ হারিস (৮) ফেরেন দ্রুতই। ইংলিশ স্পিনার আদিল রশিদের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর শান মাসুদের সঙ্গে জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বাবর আজম। জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলস তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে যান তিনি।
দেখুন আউটের ভিডিও:
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) November 13, 2022