ENG vs IRE: ক্যাচ ধরতে গিয়ে আছাড় খেলেন দর্শক, ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের !! 1

ENG vs IRE: অস্ট্রেলিয়া’র মাঠে শুরু হয়েছে ২০২২ টি-২০ বিশ্বকাপ। যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা শেষ। এখন চলছে সুপার টুয়েলভ পর্ব। ১২ টি দল রয়েছে দু’টি গ্রুপে। প্রতি গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। আজ মেলবোর্নের এম সি জি’তে গ্রুপ-১ এর খেলায় মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। দুই পড়শি দেশের খেলায় রীতিমত অঘটন ঘটিয়ে টি-২০ হেভিওয়েট ইংল্যান্ড’কে ৫ রানে পরাজিত করেছে আয়ারল্যান্ড। বৃষ্টির চোখরাঙানি ছিলো, তবুও ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ের ২ পয়েন্ট ঘরে তুলতে পেরেছে আইরিশ’রা। আয়ারল্যান্ডের আজকের জয়ের ফলে গ্রুপ-১ এর লড়াই হয়ে উঠলো আরও জমজমাট। ধারে-ভারে অনেক এগিয়ে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর’দের মাঠের লড়াই’কে কুর্ণিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া। এর সাথে সাথে মাঠের বাইরের একটি ভিডিও’ও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এক দর্শকের কাণ্ডকারখানা হাসির রসদ যুগিয়েছে নেটিজেনদের।

ক্যাচ লুফতে গিয়ে পড়লেন দর্শক, হেসে খুন ইন্টারনেট

ENG vs IRE: ক্যাচ ধরতে গিয়ে আছাড় খেলেন দর্শক, ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের !! 2

প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ব্যাট করছে তখন। ক্রিজে আইরিশ অধিনায়ক বালবার্ণি। বল হাতে ইংল্যান্ডের পেসার স্যাম কারান। শর্ট বলে পুল মারেন অ্যান্ড্রু। বল মাঠ টপকে পড়ে দর্শক’দের মাঝে। দর্শকাসনে এক ব্যাক্তি বোধহয় ভেবেছিলেন এই সুযোগে নিজেকে জন্টি রোডস প্রমাণ করবেন। এক হাত বাড়িয়ে সেই বল লুফতে যেতেই হলো বিপত্তি। ভারসাম্য রাখতে না পেরে সটান পড়ে গেলেন গ্যালারিতেই। ক্যামেরা সেদিকে তাক করতে ম্যাচের ধারাভাষ্য দিতে দিতেই হেসে ফেলেন ধারাভাষ্যকারেরা। নিজেকে সামলে নিয়ে হেসে ফেলেন ঐ দর্শিক’ও। ভিডিও নিজেদের ইন্সটাগ্রামে পোস্ট করেছে আইসিসি এবং লাইকের সংখ্যা পৌঁছে গেছে প্রায় এক লক্ষে। দেখুন ভিডিও-

দ্য লাক অফ দ্য আইরিশ?নাকি স্কিলের বিস্ফোরণ?

ENG vs IRE: ক্যাচ ধরতে গিয়ে আছাড় খেলেন দর্শক, ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের !! 3

পশ্চিমের দেশগুলিতে একটা কথা প্রায়ই শোনা যায়, ‘দ্য লাক অফ দ্য আইরিশ।’ ইংল্যান্ড’কে হারানোয় আইরিশ’রা কিন্তু ভাগ্য নয় বরং দক্ষতায় ভরসা রাখলো। টস জেতেন জস বাটলার। আয়ারল্যান্ড’কে ব্যাট করতে পাঠান তিনি। প্রথমে ব্যাট করে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্ণি এবং উইকেটরক্ষক লোরকান টাকারের সৌজন্যে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। বালবার্ণি ৬২ এবং টাকার ৩৪ করেন। জবাবে ব্যাট করতে নেমে ০ রানে ফিরে যান ইংরেজ অধিনায়ক বাটলার। জশুয়া লিটল, ফিওন হার্ড, জর্জ ডকরেল’রা তারকাখচিত ইংরেজ ব্যাটিং’কে মাথা তোলার সুযোগ দেন নি। ডেভিড মালান ৩৬ করলেও তা কাজে আসে নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৫ রানে জিতে নেয় ইংল্যান্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *