গতকাল শেষ হয়েছে ইন্ডিয়ান্ প্রিমিয়ার লীগ (IPL)। দীর্ঘ দুই মাসের ক্রিকেট উৎসব শেষে ট্রফি গেলো চেন্নাই সুপার কিংসের ঘরে। গত মরসুমে নবম স্থানে শেষ করেছিলো মহেন্দ্র সিন্ধ ধোনির দল। সেখানে থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ২০২৩-এ খেতাব ঘরে তুলে নিলো তারা। এর আগে চারবার ট্রফি জিতেছিলো চেন্নাই। নিজেদের দশম ফাইনালে পঞ্চম ট্রফি জিতে আইপিএলের ইতিহাসে সফলতম দলের তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের (MI) পাশেই জায়গা করে নিলো তারা। পাশাপাশি চেন্নাইয়ের (CSK) হলুদ জার্সিতে পাঁচবার ট্রফি জিতে আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি জায়গা করে নিলেন রোহিত শর্মার পাশে।
আইপিএলে পরেই টি-২০ ক্রিকেটের দুনিয়া থেকে ভারতীয় দলকে পা দিতে হবে টেস্টের বৃত্তে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে বসবে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ভারতের সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগেরবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’র। সাউদাম্পটনে সেইবার যে যে ভুল ভারতীয় দল করেছিলো, ওভালে তার পুনরাবৃত্তি চাইছেন না বিরাট কোহলিরা(Virat Kohli)। ইতিমধ্যেই দলের অনেকেই চলে গিয়েছেন ইংল্যান্ড। নিমগ্ন হয়েছেন প্রস্তুতিতে। মহম্মদ শামি (Mohammed Shami), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), শুভমান গিলদের (Shubman Gill) মত যাঁরা আইপিএলের প্লে-অফ খেলছিলেন তাঁরাই রয়েছেন দেশে। দ্রুত ইংল্যান্ড পাড়ি দেবেন তাঁরাও। এর মাঝেই শোনা গেলো বড় খবর। ভারতীয় দলের ম্যাচে মাঠে দেখা যাবে দীনেশ কার্তিককেও (Dinesh Karthik)। ক্রিকেট জীবনে সায়াহ্নে এসে ভিন্ন ভূমিকায় মাঠে নামতে চলেছেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
WTC ফাইনালের দল বাছতে সমস্যায় ভারত-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল বাছতে বসে রীতিমত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো ভারতীয় নির্বাচকদের। চোট-আঘাত সমস্যা বিব্রত করছে ‘টিম ইন্ডিয়া’কে। গত বছরের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটারকে পাচ্ছে না ভারত। পরিবর্তে দস্তানা হাতে কে এস ভরতকে (KS Bharat) দেখা যাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত উইকেটরক্ষক হতে পারতেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু আইপিএলে চোট পেয়ে বাইরে তিনিও। উঠেছিলো ঋদ্ধিমান সাহাকে ফেরানোর দাবী। কিন্তু তাতে আমল না দিয়ে ঈশান কিষণকে বেছে নিয়েছেন নির্বাচকেরা। স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে রাখা হচ্ছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), মুকেশ কুমার (Mukesh Kumar) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। প্রাথমিকভাবে ঋতুরাজ গায়কোয়াড়কে রাখা হলেও ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অধিনায়ক রোহিতের (Rohit Sharma) সাথে ওপেন করতে দেখা যাবে শুভমান গিলকে (Shubman Gill)। তিন নম্বরে থাকছেন পূজারা (Cheteshwar Pujara)। চারে কোহলি (Virat Kohli)। পাঁচ নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে রয়েছে ধন্ধ। চোটের কারণে বাদ শ্রেয়স আইয়ার। বাইরে কে এল রাহুলও। সম্ভবত প্রথম একাদশে ফিরতে চলেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলের সঙ্গে রয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। ত্রয়ীর মধ্যে সম্ভবর একজনই নামবেন মাঠে। পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়েও সমস্যায় ভারত। প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বাইরে পিঠের অস্ত্রোপচারের কারণে। মহম্মদ শামি (Mohammed Shami) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সাথে তৃতীয় পেসার হওয়ার দৌড়ে রয়েছেন শার্দূল ঠাকুর, উমেশ যাদব, জয়দেব উনাদকাটেরা।
বাইশ গজ থেকে কমেন্ট্রি বক্সে দীনেশ কার্তিক-

গত বছরের আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তনের নমুনা দেখিয়েছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ডুবতে থাকা ক্রিকেট কেরিয়ার ফের একবার পুনর্জীবিত করতে পেরেছিলেন তিনি। ধারাভাষ্যকারের মাইক ছেড়ে ব্যাট হাতে তুলে নিয়ে সুপারহিট হয়েছিলেন অনুরাগীদের প্রিয় ‘ডিকে।’ ফিরেছিলেন ভারতের জাতীয় দলেও। খেলেছেন এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বদলেছে পরিস্থিতি। গত আইপিএলে যাঁর স্ট্রাইক রেট সবচেয়ে ভালো ছিলো সেই কার্তিকের (Dinesh Karthik) চলতি আইপিএলে সর্বোচ্চ রান ১৮ বলে ৩০। এবারই সবচেয়ে বেশী বার শূন্য রান করে আউট হওয়ার রেকর্ড নিজের নামে করেছেন তিনি। ১৩ ম্যাচে ১১.৬৭ গড়ে করেছেন ১৪০ রান। যে আইপিএল গত বছর ক্রিকেটার কার্তিকের কেরিয়ারকে ভাসিয়ে তুলেছিলো, সেই আইপিএল’ই এবার তাঁকে ঠেলে দিয়েছে বিশ বাঁও জলে।
এমতাবস্থায় ব্যাট ছেড়ে ফের একবার ধারাভাষ্যের মাইক হাতে তুলে নেওয়ার পথেই হাঁটতে চলেছেন কার্তিক (Dinesh Karthik)। এর আগে স্কাই স্পোর্টসের হয়ে অ্যাসেজে ধারাভাষ্য দিয়েছেন তিনি। এমনকি ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফিতেই মাইক হাতে দেখা গিয়েছিলো তাঁকে। জুন মাসে শুরু হতে চলা অ্যাসেজেও ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞ হিসেবে যোগ দেওয়ার কথা তাঁর। এরই মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য দেওয়ার জন্যও সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসের সাথে চুক্তিবদ্ধ হলেন তিনি।
https://twitter.com/CricCrazyJohns/status/1663454550861447168?s=20
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023