ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে মাঠে নামবে। লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে হারের পর অনেকটাই চাপের মুখে রয়েছে ব্লু ব্রিগেডরা। বর্তমানে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। ফলে শুভমান গিল (Shubman Gill) লড়াইয়ে টিকে থাকার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নতুন করে কৌশল সাজাচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। এইরকম পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টারে কাজের চাপ কমানোর জন্য জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) একাদশে নাও রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে এই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার এই বিষয় নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক দিলীপ ভেঙ্গসারকার (Dilip Vengsarkar)।
Read More: গম্ভীরের অপছন্দের তালিকায় এই ক্রিকেটার, ফর্মে থাকা সত্ত্বেও পাচ্ছেন না সুযোগ !!
বুমরাহকে নিয়ে ক্ষুব্ধ ভেঙ্গসরকার-

অস্ট্রেলিয়ার (IND vs ENG) বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন জসপ্রীত (Jasprit Bumrah)। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আবারও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন এই তারকা পেসার। ফলে চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে এখনই জসপ্রীত বুমরাহের ওপর চাপ বাড়াতে চাইছেন না কর্মকর্তারা। সিরিজে ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে বলে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাদশের বাইরে ছিলেন।
এবার এই বিষয়টির তীব্র সমালোচনা করলেন দিলীপ ভেঙ্গসারকার (Dilip Vengsarkar)। তিনি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বোলাররা কোন টেস্ট ম্যাচ খেলবে এবং খেলবে না সেই সিদ্ধান্ত তারাই নিচ্ছে। এই বিষয়ে আমি সহমত নই। আপনি যদি সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য উপলব্ধ থাকেন তাহলে দেশের হয়ে সমস্ত ম্যাচ খেলা উচিত। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একজন বিশ্বমানের বোলার। তিনি দেশকে জয় এনে দিতে পারেন। আপনি যখন এটি গুরুত্বপূর্ণ সফরে এসেছেন আপনাকে প্রতিটি ম্যাচ খেলতে হবে। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ম্যাচ নির্বাচন করার কোনও প্রশ্নই ওঠে না।”
ভারতের প্রাক্তন নির্বাচক আরও বলেন,“ভারতের হয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি ফিট না থাকো তাহলে একেবারেই খেলো না। প্রথম টেস্ট ম্যাচের পর ৭-৮ দিন বিরতি ছিল। তবুও তাকে দ্বিতীয় টেস্টের জন্য জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দলে রাখা হয়নি। একেবারেই বিষয়টি গ্রহণযোগ্য নয়। হয়তো এই বিষয়ে অজিত আগরকর (Ajit Agarkar) এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir) সহমত হয়েছিলেন।”
দুরন্ত ফর্মে জসপ্রীত-

শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs ENG) বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই সিরিজে তিনি ৫ ম্যাচে ৩২ টি উইকেট সংগ্রহ করেছে নতুন রেকর্ড গড়েছিলেন। চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষেও বল হাতে দুরন্ত ফর্ম রয়েছেন জসপ্রীত (Jasprit Bumrah)। তিনি প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করেছিলেন। লর্ডসেও তৃতীয় টেস্টে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেন জসপ্রীত (Jasprit Bumrah)। দ্বিতীয় ইনিংসে পান ২ টি গুরুত্বপূর্ণ উইকেট। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা বোলারের হয়ে ৪৭ ম্যাচে ২১৭ টি উইকেট সংগ্রহ করেছেন।