CT 2025: "পাকিস্তানের অধিনায়ক Dhoni হলেও..", রিজওয়ানদের নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন মহিলা অধিনায়কের !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) আয়োজক দেশ হিসেবে পাকিস্তান মাঠে প্রভাব ফেলতে পারিনি। গ্ৰুপ পর্ব থেকেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টকে তারা বিদায় জানিয়েছে। আজ নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী ‘মেন ইন ব্লু’-দের সামনে পাকিস্তানের (IND vs PAK) আত্মসমর্পণ এখনও সমর্থকরা ভুলতে পারছেন না। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য দল বাছাইয়ের বিষয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর (Sana Mir)। তার মতে এই বর্তমান পাকবাহিনীদের মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) জেতাতে পারবেন না।

পাকিস্তান ক্রিকেটের সমালোচনায় সানা মীর (Sana Mir)-

CT 2025: "পাকিস্তানের অধিনায়ক Dhoni হলেও..", রিজওয়ানদের নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন মহিলা অধিনায়কের !! 2
Sana Mir | Image: Getty images

পাকিস্তানের তারকা মহিলা ক্রিকেটার সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান পুরুষ দলকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য দল বাছাইয়ের সঙ্গে সঙ্গেই মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সানা মীর বলেন, “আমরা যখন ম্যাচ (IND vs PAK) দেখছিলাম তখন এক বন্ধুর বার্তা আসে। ভারতের ১০০ রানে দ্বিতীয় উইকেট পড়ে যাওয়ার পর তিনি বলেছিলেন, ‘মনে হয় এখানেই খেলা শেষ হয়ে গেছে।’ আমি তাকে বলি ,’না, আমরা যখন দল ঘোষণা করি তখনই শেষ হয়ে গেছে।’ যেদিন আমরা ১৫ জনের দল বেছে নিয়েছিলাম সেদিনকেই আমরা টুর্নামেন্টে অর্ধেকের বেশি হেরে যাই।” উল্লেখ্য ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় তুলে নেন। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে ম্যাচে দুরন্ত শতরান এসেছিল।

“ধোনিও জেতাতে পারবেন না পাকিস্তানকে”-

CT 2025: "পাকিস্তানের অধিনায়ক Dhoni হলেও..", রিজওয়ানদের নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন মহিলা অধিনায়কের !! 3
IND vs PAk | Image: Getty images

দলের বর্তমান অবস্থাকে সমালোচনা করতে গিয়ে সানা মীর মহেন্দ্র সিং ধোনিরও (MS Dhoni) প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, “আপনি এমএস ধোনি বা ইউনিস খানকে অধিনায়ক করতে পারেন। কিন্তু তারাও এই দলকে সফলতা এনে দিতে পারবেন না। এই দল মাঠের অবস্থার সঙ্গে মানানসই নয়। একটি ম্যাচ দুবাইতে ছিল। ফলে আমরা কীভাবে দুজন অনিয়মিত স্পিনারকে নিয়ে খেলতে পারি? আবরার (Abrar Ahmed) এখনও ওয়ানডেতে নতুন। তিনি গত ৫ ম্যাচে মাত্র ২ টি উইকেট নিয়েছেন।” উল্লেখ্য মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তিনি ওডিআই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দশকে ট্রফি এনে দিয়েছেন। অন্যদিকে সানা মীর (Sana Mir) মহম্মদ হারিসের বাদ পড়ার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *