কলকাতা এসেই হাসপাতালে ছুটলেন ধাওয়ান 1

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি খেলতে শুক্রবার কলকাতায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। প্রসঙ্গত, ইতিমধ্যেই এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এই দু’দেশের মধ্যে তৃতীয় ম্যাচটি খেলা হবে আগামী রবিবার ইডেন গার্ডেন্সে।

এদিন সকালে দলের অন্য সদস্যদের সঙ্গে কলকাতার দমদমের নেতাজী সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরেই বাইপাসের ধারে একটি প্রাইভেট হাসপাতালে যান ধাওয়ান। পরে এই নিয়ে ধোঁয়াশা আরও প্রকট হয় যখন হাসপাতালটির পক্ষ থেকে এক কর্তা বলেন, “ধাওয়ান ওঁর চোটের ব্যাপারে কিছু করাতে, না কি, তিনি রুটিন চেক-আপ করাতে এখানে এসেছিলেন, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না।”

প্রসঙ্গত, এই মুহুর্তে একদমই ভালো ফর্মে নেই ভারতীয় দলের অন্যতম ওপেনার শিখর ধাওয়ান। সিরিজের প্রথম দুটি একদিনের ম্যাচ তাঁর রান যথাক্রমে ২ এবং ১১। এর আগে নিউজিল্যান্ডের ভারত সফরের সময়, সিরিজের একটি ম্যাচে গুরুতর চোট পান ধাওয়ান। ফলে দল থেকে তাঁকে বাদ পড়তে হয়েছিল। তাঁর জায়গায় দলে জায়গা পান অজিঙ্ক রাহানে। তখন দলের ওপেনার হিসাবে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন রাহানে।ঘটনাচক্রে সেই রাহানেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দলের বাইরে রয়েছেন।

কিউয়িদের বিরুদ্ধে সেই সিরিজে পাঁচটি ইনিংসে সবমিলিয়ে মাত্র ১৪৩ রান করেন রাহানে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে তিনি ৯১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। রবিবার ইডেন গার্ডেন্সে যদি ধাওয়ান না নামতে পারেন, তাহলে আর একবার সুযোগ এসে যেতে পারে রাহানের সামনে। সেক্ষেত্রে কে এল রাহুলের সঙ্গে ইডেনে ওপেন করবেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *