সৈয়দ মুশতাক আলি ট্রফি ২০২৫-২৬’ এর মঞ্চে একেরপর এক কীর্তিমান রচনা করছেন ভারতের প্রতিভাবান ক্রিকেটাররা। কয়েকদিন আগেই অনবদ্য ১৪৮ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা, ১৩০ রানের লড়াকু ইনিংসও খেলেন অভিমন্যু ঈশ্বরণ। তাছাড়া, অনূর্ধ ১৯ এশিয়া কাপের অধিনায়ক আয়ুশ মাহাত্রে ও ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাট থেকেও সেঞ্চুরি এসেছে এবারের মুশতাক আলিতে। এবার সেই সেঞ্চুরির খাতায় নাম লেখালেন কর্ণাটকের দেবদত্ত পাডিক্কল (Devdutta Padikkal)। দুরন্ত এক ইনিংস খেলে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে ফিরেছিলেন দেবদত্ত। সেখান থেকেই আবার বদলে গিয়েছে তাঁর ক্যারিয়ার। আবার ঘরোয়া ক্রিকেটে ছন্দে দেখা যাচ্ছে দেবদত্তকে। কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে বামহাতি এই ওপেনার ব্যাটার মাত্র ৪৫ বলে চোখধাঁধানো এক সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন পাডিক্কল। প্রথম বলই পাঠান সোজা স্ট্যান্ডে, আর সেই মুহূর্ত থেকেই ম্যাচের প্রকৃত নিয়ন্ত্রণ চলে যায় তাঁর হাতেই। তামিলনাড়ুর মতন শক্তিশালী দলের বিরুদ্ধে পাডিক্কলের ব্যাটিং ছিল আক্রমণ ও পরিমিতির নিখুঁত মিশেল। নিয়মিত বাউন্ডারি, সাথে বুদ্ধিদীপ্ত সিঙ্গেল-ডবলসের ব্যাবহার – সব মিলিয়ে তামিলনাড়ুর বোলারদের শুরু থেকেই চাপে রেখেছিলেন তিনি।
Read More: মাথায় ‘গম্ভীর’ চোট পেলেন হেড কোচ গৌতম, বিরাট-রোহিতের ভয়ে করছেন পদত্যাগ !!
অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন দেবদত্ত পাডিক্কল

তাঁর ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করেই কর্ণাটক ২০ ওভারে বিশাল ২৪৫/৩ রান তোলে। দেবদত্ত এই ম্যাচে তিনে ব্যাটিং করতে আসেন। ৪৬ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১০টি চার ও ৬ টি ছক্কা হাঁকান তিনি, অর্থাৎ ১৬ বলে ৭৬ রান বানিয়ে ফেলেন তিনি। দেবদত্তের এই ইনিংসের সাথে সাথে শরৎ বিআর ২৩ বলে ৫৩ ও স্মরণ রবিচন্দ্রন ২৯ বলে ৪৬ রান বানান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ুর ব্যাটিং। ১৪৫ রানে গুরুত্বপূর্ণ এই জয় ছিনিয়ে নেয় কর্ণাটক। কর্ণাটকের হয়ে শ্রেয়স গোপাল ও প্রবীণ দুবে ৩টি করে উইকেট নেন এবং ২টি করে উইকেট পান বিজয়কুমার বিশাক ও শুভাঙ হেগরে।