আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে মিনি অকশনে এই ৩ জনকে দলে নিতে চাইবে দিল্লি ক্যাপিটালস !! 1

আইপিএলে অন্যতম জনপ্রিয় দল হলো দিল্লি ক্যাপিটালস, এই দলের আগের নাম ছিল দিল্লি ডিয়ারডেভিলস, তবে নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে দিল্লি ক্যাপিটালস। এই দলে খেলেছেন নামিদামি ক্রিকেটাররা, তবে দল ট্রফি জিততে হয়েছে ব্যার্থ, দিল্লির জন্য সবথেকে ভালো সিজিন ছিল ২০২০ সালে যখন প্রথম বারের জন্য দিল্লি কোয়ালিফাই করে ফাইনাল খেলতে, ফাইনাল খেলার সাফল্য আর না আসলেও গত ৪-৫ বছর ভালো মাপের ক্রিকেট খেলে আসছে দিল্লি দল। গতবছর দলের অধিনায়কের ভার সম্পূর্ণ ভাবে তুলে দেওয়া হয় ঋষভ পন্থের উপর, তার আগে শ্রেয়স জখন চোট পেয়ে বাইরে চলে যান তখন থেকেই দলের অধিনায়ক হন ঋষভ, এবছর দিল্লি দল মুক্তি দিয়েছে অনেক প্লেয়ারকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মুক্তি ছিল শার্দূল ঠাকুরের। তবে দিল্লি দল আগামী আইপিএল জিততে দলে এই ৩ জন প্লেয়ারকে দলে সংযোগ করতে চাইবে।

রাইলি রুশো

আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে মিনি অকশনে এই ৩ জনকে দলে নিতে চাইবে দিল্লি ক্যাপিটালস !! 2

দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান হলেন রাইলি রুশো  (Rilee Rossouw), বর্তমানে তিনি দুরন্ত ছন্দে আছেন, তার এই ছন্দের জন্যই আইপিএলে অনেক দলই তাকে নেওয়ার জন্য টাকা খরচ করতে রাজি আছে, তবে দিল্লি দল গত বছর মিডিল অর্ডার সমস্যায় ভুগেছিলো, এবছর মিডিল অর্ডারে রুশোকে খেলানোর জন্য দলে নিতে চাইবে দিল্লি দল, দিল্লি দলের কাছে ১৯.৪৫ কোটি টাকা বরাদ্ধ আছে, এই টাকা দিয়ে হামেশায় রুশোকে পেয়ে যাবে দিল্লি, ২০২২ বিশ্বকাপে প্রথম শতরানটি আসে তার ব্যাট থেকে, তিনি মোট ১৪১ রান বানিয়েছেন এই বিশ্বকাপে, বিশ্বকাপের আগে ভারতে এসে শতরান জুড়েছিলেন এই বামহাতী ব্যাটসম্যান, দলের হয়ে তিনি ২৬ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ৬৯৯ রান। দিল্লি দলে সুযোগ পেয়ে হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *