কয়েকদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। এবছর দুরন্ত পারফরমেন্স দেখিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল ট্রফি নিজেদের নামে করে নেয় চেন্নাই সুপার কিংস। ক্যাপ্টেন এম এস ধোনির নেতৃত্বে এই নিয়ে পঞ্চম ট্রফির স্বাদ পেলো টিম CSK। গুজরাতকে একেবারে শেষ বলে ম্যাচ হারিয়ে শিরোপা অর্জন করলো মাহির এই দল। তবে অন্যদিকে, এবছর সবার প্রত্যাশায় জল ঢেলেছিল দিল্লি ক্যাপিটালস। যথেষ্ঠ ভালো টিম ও টিম ম্যানেজমেন্ট গঠনের পরেও পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি দলে, ক্রিকেটের পরিচালক হিসেবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), রিকি পন্টিং (Ricky Ponting) হলেন প্রধান কোচ, পাশাপাশি, জেমস হোপস (James Hope) হলেন সহকারী কোচ, অজিত আগরকার (Ajit Agarkar) জিনিও ছিলেন সহকারী কোচ, শেন ওয়াটসন (Shane Watson) সহকারী কোচ, প্রভিন আমরে (Pravin Amre) সহকারী কোচ, বিজু জর্জ ছিলেন সহকারী কোচ।
Read More: জল্পনার ঘটলো অবসান, BCCI-এর মুখ্য নির্বাচক পদে নিযুক্ত হতে চলেছেন অজিত আগারকার !!
দিল্লি করলো দুই মহারথীকে ছাটাই

তবে, গতকাল অর্থাৎ ২৯ জুন দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল পেজ থেকে ধন্যবাদ জানিয়ে দেওয়া হলো অজিত আগারকার (Ajit Agarkar) এবং সেন ওয়াটসনকে (Shane Watson)। অর্থাৎ আগামী বছর থেকে তাদের আর দেখা যাবে না দিল্লি দলের সাথে। আসলে, বেশ কয়েকদিন ধরে একটি তথ্য, সমাজ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে যে, আগামী দিনে ভারতীয় দলের মুখ্য নির্বাচক হতে চলেছেন অজিত আগারকার। এর আগে বেশ কয়েকবার তাকে মুম্বই ঘরোয়া দলের হয়ে দায়িত্ব পালন করতে অর্থাৎ প্রধান কোচ হিসেবে দেখা গিয়েছিল। সে কারণে, বিসিসিআই (BCCI) এর মুখ্য নির্বাচক পদে এবার তাকে দেখা যেতে পারে। আগামী ৩০ জুনের মধ্যে, জমি দিতে হবে মনোনয়ন পত্র। আর এতে, ভারতীয় জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট ম্যাচ বা দশটি ওয়ান ডে বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার, যারা অন্তত পাঁচ বছর আগে অবসর ঘোষণা করেছেন, একমাত্র তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন।
BCCI’এর নতুন মুখ্য নির্বাচক হবেন অজিত

আসলে, বছরের শুরুতে আবার একবার চেতন শর্মাকে (Chetan Sharma) দেওয়া হয়েছিল দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে নিজেই ইস্তফা দিয়েছিলেন, ভারতীয় প্লেয়ারদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে সমস্যার মুখে পড়েন তিনি এরপর তিনি নিজে থেকেই ইস্তফা দেন। আসলে, চেতন শর্মা ছিলেন উত্তরাঞ্চলের তাই উত্তরাঞ্চল থেকে নেওয়া হবে নাম। তবে, ওই অঞ্চলে থেকে তেমন কোনো যোগ্য প্রাক্তন ক্রিকেটার নেই যারা দলের হয়ে এই দায়িত্ব পালন করতে পারেন। সে কারণেই এই সুবিধা ভোগ করতে পারেন অজিত। তবে, এখানেও আছে একটি টুইস্ট। আসলে, মোট ৫ অঞ্চল থেকে নেওয়া হয় থাকে মুখ্য নির্বাচকদের। অজিত আগারকার (Ajit Agarkar) পেতে পারেন এই পদ, আসলে প্রতিটি অঞ্চল থেকে একজন করে মেম্বারকে নেওয়া হয়। পশ্চিমাঞ্চল থেকে সলিল আনকোলা (Salil Ankola) রয়েছেন ফলে অজিতের সুযোগ পাওয়াটা মুশকিল হবে। তবে, উত্তরাঞ্চল থেকে কোনো সিলেক্টর না পাওয়া গেলে অজিতকেই দেওয়া হতে পারে দায়িত্ব।