বিশেষ প্রতিবেদন: ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গভর্নিং বডি আর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে যখন নতুন চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে ঠিক সেই সময় নতুন চাল সিএ-র। আইপিএলের বিপুল অর্থের আকর্ষণ থেকে বিশেষ কয়েকজন ক্রিকেটারকে দূরে সরিয়ে রাখতে তিন বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড। সেই তালিকায় রয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো ক্রিকেটাররা। অস্ট্রেলিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেই প্রস্তাবে কোনও ক্রিকেটারের থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, মরশুম শেষে ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার।
এই লক্ষ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া কি সফল হবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন সেই দেশের ক্রিকেট মহলে। প্রসঙ্গত, এই প্রস্তাবে সফল হতে গেলে স্টিভ স্মিথ ও ওয়ার্নারদের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে সিএ-কে। দুজনেই আইপিএল ফ্রাঞ্চাইজির অধিনায়ক। এর ফলে প্রতি বছর প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার আয় করেন এই দুই অজি তারকা। এরই পাশাপাশি আইপিএলের সম্প্রচার চুক্তির পরিমাণ বাড়ায় প্লেয়ারদের পেমেন্ট পুলও প্রায় দ্বিগুণ হতে চলেছে। এর অর্থ স্মিথ ও ওয়ার্নারদের আয়ের পরিমাণ আরও বাড়বে। সেই বিপুল অর্থ কী সিএ জোগান দিতে পারবে! এর সঠিক উত্তর পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।
আইপিএলের মাঝপথে রাইজিং পুণে সুপারজায়েন্ট ছেড়ে দেশে ফিরছেন এই ইংরেজ ক্রিকেটারটি