আইপিএলের নিলামের আগে নজরে ছিল বেশ কয়েকটি বড় বড় খেলোয়াড়ের নাম। তারা কত দামে কোন দলে যায় সেদিকেই থাকছে নজর। নিলাম শুরু হতেই উঠে এসেছে বড় বড় নাম। যাদের মধ্যে অন্যতম ছিল ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল ছেড়ে দিয়েছে। তবে দল স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তার চোটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মরিস আসতেই শুরুতেই দরাদরি শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একট সময় পর মুম্বই হাল ছেড়ে দেয়। বিড দেওয়া থেকে সরে আসে ব্যাঙ্গালোরও। লড়াই বজায় রাখে পাঞ্জাব ও রাজস্থান। আর আইপিএলের ইতিহাসে রেকর্ড দরে ক্রিস মরিসকে কিনে চমক দিল রাজস্থান রয়্যালস। সর্বকালের রেকর্ড ভেঙে মরিস দর পেলেন ১৬.২৫ কোটি টাকা।
মরিস আরসিবির হয়ে গত মরসুমে কয়েকটি ম্যাচ খেলেছিলেন, যেখানে বল এবং ব্যাট দুটিতেই তার পারফরম্যান্স ছিল ভালো। মরিসের বোলিং ডেথ ওভারে কার্যকর। শেষের ওভারগুলিতে তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে যে কোনও বোলিং আক্রমণকেই মাঠের বাইরে পাঠাতে সক্ষম তিনি।